বাড়ছে রবিশস্যের সহায়ক মূল্য
রেপসিড ও সরষের ন্যূনতম সহায়ক মূল্য বেড়েছে কুইন্টাল পিছু ৩০০ টাকা
২০১৮-১৯ সালের কেন্দ্রীয় বাজেটের ঘোষণা অনুযায়ী ন্যূনতম সহায়ক মূল্যের বৃদ্ধি কার্যকর করা হয়েছে বলে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। বাজেটে বলা হয়েছিল ন্যূনতম সহায়ক মূল্য, উৎপাদন ব্যয়ের ভারযুক্ত সর্বভারতীয় গড়ের অন্ততপক্ষে দেড়গুণ হবে। সেই অনুযায়ী, সরকারি হিসেবে, ব্যয়ের উপর মুনাফা গমের ক্ষেত্রে ১০৫ শতাংশ, রেপসিড ও সরষের ক্ষেত্রে ৯৮ শতাংশ, মুসুরের ক্ষেত্রে ৮৯ শতাংশ, ছোলা ও বার্লির ক্ষেত্রে ৬০ শতাংশ এবং কুসুমের ক্ষেত্রে ৫০ শতাংশ ধরা হয়েছে। সরকার মনে করছে, এর ফলে চাষিরা ফসলের লাভজনক দাম পাবে এবং ফসলের বৈচিত্র্যকরণে উৎসাহী হবে।
অক্টোবর-নভেম্বর - ২৪, ৩০-২৩, কৃষি, বাজার
Comments
Post a Comment