জৈব সারের প্রসার

পিকেভিওয়াই  প্রকল্পের মাধ্যমে সারা দেশে  
জৈব চাষাবাদ পদ্ধতির প্রসারে কাজ চলছে 


পরম্পরাগত কৃষি বিকাশ যোজনা (পিকেভিওয়াই) ২০১৫-১৬ থেকে রূপায়িত হচ্ছে। ভারত সরকার এই কর্মসূচির মাধ্যমে সারা দেশে রাসায়নিক উপাদান মুক্ত জৈব চাষাবাদ পদ্ধতির প্রসারে কাজ করে চলেছে। এর আওতায় জৈব চাষাবাদের জন্য চাষিদের নিয়ে ক্লাস্টার গড়ে তোলা হচ্ছে। এ ধরনের চাষাবাদের জন্য দক্ষতা বৃদ্ধি, উৎসাহ ভাতা, উৎপাদিত ফসলে মূল্যযোগ এবং বিপণনে হেক্টর প্রতি প্রতি তিন বছরে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়।

এই সহায়তার মধ্যে ৩১ হাজার টাকা দেওয়া হয় জৈব সার, কীটরোধক, বীজ প্রভৃতি খাতে। ফসল উৎপাদনের পর তার বিপণন ও মূল্যযোগ খাতে হেক্টর প্রতি প্রতি তিন বছরে ৮,৮০০ টাকা দেওয়া হয়ে থাকে। গত চার বছরে এই কর্মসূচির আওতায় রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে ১,১৯৭ কোটি ৬৪ লক্ষ টাকা দেওয়া হয়েছে। এছাড়াও, প্রতি ২০ হেক্টরে একটি করে জৈব ক্লাস্টার গঠনের জন্য এবং দক্ষতা বৃদ্ধি খাতে তিন বছরে হেক্টর প্রতি ৩ হাজার টাকা দেওয়া হচ্ছে। রাজ্যসভায় এই তথ্য দেন কৃষি ও কৃষককল্যাণ মন্ত্রী শ্রী নরেন্দ্র সিং তোমর।

অগস্ট -২১, ২৭-১১ চাষ, জৈব সার

Comments

Popular posts from this blog

লিঙ্গসাম্যের দিকে এগোচ্ছে দেশ

পারম্পরিক জ্ঞানের তথ্যায়ন

দাঁতের ব্যথায় লবঙ্গ