খরিফে বেড়েছে চাষের এলাকা

এ বছর খরিফ মরশুমে চাষের এলাকা বেড়েছে বলে দাবী কেন্দ্রীয় সরকারের

২০২৪-এর ৯ সেপ্টেম্বর পর্যন্ত খরিফ শস্য বপনের এলাকা সম্পর্কে তথ্য প্রকাশ করেছে কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রক। এই তথ্য থেকে জানা যাচ্ছে, গত বছর ৩৯৩.৫৭ লক্ষ হেক্টর জমিতে ধান চাষ হয়েছিল। এ বছর একই সময়ে ৪০৯.৫০ হেক্টর জমিতে ধান রোপণ হয়েছে। এ বছর মোট ১২৬.২০ লক্ষ্য হেক্টর জমিতে ডাল চাষ করা হয়েছে। গত বছর ডাল চাষ হয়েছিল ১১৭.৩৯ লক্ষ হেক্টর জমিতে। এছাড়া মিলেট এবং অন্য মোটা দানা শস্যের চাষ, গত বছরে হওয়া ১৮১.৭৪ লক্ষ্য হেক্টর থেকে বেড়ে, ১৮৮.৭২ লক্ষ হেক্টর জমিতে হয়েছে।

এ বছর ১৯২.৪০ লক্ষ হেক্টর জমিতে তেলবীজ চাষ করা হয়েছে। গত বছর একই সময়ে ১৮৯.৪৪ লক্ষ হেক্টর জমিতে তেলবীজ চাষ হয়েছিল। গত বছর আখ চাষ করা হয়েছিল ৫৭.১১ লক্ষ হেক্টর জমিতে। এ বছর জমির পরিমাণ বেড়ে হয়েছে ৫৭.৬৮ লক্ষ হেক্টর।সব মিলিয়ে এ বছর মোট ১০৯২ লক্ষ হেক্টর জমিতে খরিফ শস্য চাষ করা হয়েছে। গত বছর এই জমির পরিমাণ ছিল ১০৬৯.২৯ লক্ষ হেক্টর। কৃষি মন্ত্রক সূত্রে এই তথ্য জানা গেলেও কীভাবে এইসব ফসলের জমির পরিমাণ বাড়ল তা নিয়ে কোনো আলোচনা করা হয়নি।

সেপ্টেম্বর - ২৪, ৩০ - ১৫, কৃষি, উৎপাদন,

Comments

Popular posts from this blog

লিঙ্গসাম্যের দিকে এগোচ্ছে দেশ

পারম্পরিক জ্ঞানের তথ্যায়ন

দাঁতের ব্যথায় লবঙ্গ