খরিফে বেড়েছে চাষের এলাকা
এ বছর খরিফ মরশুমে চাষের এলাকা বেড়েছে বলে দাবী কেন্দ্রীয় সরকারের
এ বছর ১৯২.৪০ লক্ষ হেক্টর জমিতে তেলবীজ চাষ করা হয়েছে। গত বছর একই সময়ে ১৮৯.৪৪ লক্ষ হেক্টর জমিতে তেলবীজ চাষ হয়েছিল। গত বছর আখ চাষ করা হয়েছিল ৫৭.১১ লক্ষ হেক্টর জমিতে। এ বছর জমির পরিমাণ বেড়ে হয়েছে ৫৭.৬৮ লক্ষ হেক্টর।সব মিলিয়ে এ বছর মোট ১০৯২ লক্ষ হেক্টর জমিতে খরিফ শস্য চাষ করা হয়েছে। গত বছর এই জমির পরিমাণ ছিল ১০৬৯.২৯ লক্ষ হেক্টর। কৃষি মন্ত্রক সূত্রে এই তথ্য জানা গেলেও কীভাবে এইসব ফসলের জমির পরিমাণ বাড়ল তা নিয়ে কোনো আলোচনা করা হয়নি।
সেপ্টেম্বর - ২৪, ৩০ - ১৫, কৃষি, উৎপাদন,
Comments
Post a Comment