চাষিদের সংস্থা কি নতুন ফাঁদ?


ভারতের আর্থিক উন্নয়ন এবং দেশ গঠনের কাজে কৃষিক্ষেত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০২২ সালের মধ্যে দেশে কৃষিপণ্য রফতানির পরিমাণ দ্বিগুণ করার পরিকল্পনা নিয়েছে কেন্দ্রীয় সরকার। কিন্তু এই রফতানিযোগ্য ফসল উৎপাদন করবে কারা? আমাদের দেশে ৮৬ শতাংশই ক্ষুদ্র ও প্রান্তিক চাষি। সরকার মনে করে, এদের উন্নত প্রযুক্তি, মূলধন, বাজারের সুবিধাসহ বিভিন্ন বিষয়ে সহায়তা করতে পারলে এই লক্ষ্য অর্জন করা সম্ভব। এজন্য ক্ষুদ্র ও ভূমিহীন চাষিদের একত্রিত করে কৃষিপণ্য উৎপাদক সংস্থা গঠন করতে হবে। এতে চাষিদের আর্থিক শক্তি বৃদ্ধি হবে এবং তারা বাজারের সুবিধা পাবে বলে কেন্দ্রীয় সরকার মনে করে। আর তাই সরকার ১০ হাজার কৃষিপণ্য উৎপাদক সংস্থা বা এফপিও তৈরি করে সেগুলি পরিচালনের কাজে সাহায্য করতে উদ্যোগী হয়েছে। বাজেটে এজন্য ৬৮৬৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

সরকারের মতে, কৃষিপণ্য উৎপাদক সংস্থাগুলি একজোট হয়ে ফসল ফলাবে। আর সরকার ‘এক দেশ এক পণ্য’ ব্যবস্থার মধ্য দিয়ে ফসল উৎপাদন থেকে তার প্রক্রিয়াকরণ, বাজারজাত করা, ব্র্যান্ডিং (নির্দিষ্ট নামে সেই ফসল জনপ্রিয় করা) এবং তা রফতানিতে উৎসাহ দেবে। এফপিও গঠনের কাজে সরকারি সংস্থা এসএফএসি, এনসিডিসি, নাবার্ড, নাফেড, নেরাম্যাক, টিএন-এসএফএসি, এসএফএসিএইচ, ডব্লুডিবি এবং গ্রামোন্নয়ন মন্ত্রকের এফডিআরভিসি সাহায্য করবে।

২০২১-২২ অর্থবর্ষে ২ হাজার ২০০টি এফপিওকে সাহায্য করবে সরকার। এরমধ্যে জৈব পদ্ধতিতে ফসল উৎপাদন করে এমন ১০০টি এফপিওকে সাহায্য করা হবে। দেশে তেলের জোগান বাড়াতে আরো ১০০টি সংস্থাকে তেলবীজের উৎপাদনে সহায়তা করা হবে। প্রতি এফপিওগুলিকে ১৮ লক্ষ টাকা তিন বছর ধরে দেওয়া হবে। এ ছাড়াও সংগঠনের প্রত্যেক চাষিকে ২ হাজার টাকা অর্থ সাহায্য করা হবে। কেন্দ্রীয় সরকারে মতে, এতে কৃষিপণ্য উৎপাদনের ব্যয় কমবে, উৎপাদকের ক্ষমতা বাড়বে౼ যার মধ্য দিয়ে চাষি আত্মনির্ভর হয়ে উঠবে। এফপিও তৈরি দেশের গ্রামাঞ্চলের যুব সম্প্রদায়কে কর্মসংস্থানের সুযোগ এনে দেবে এবং গ্রামের অর্থনীতির উন্নতি হবে সরকার মনে করে।

তবে মনে রাখা দরকার, এফপিও মডেলের এই চাষ হল ছোট এবং প্রান্তিক চাষিদের একজোট করার একটা ব্যবসায়িক মডেল। এই মডেলের প্রবক্তা বিশ্বব্যাংক। একাধিক ছোট ও প্রান্তিক চাষিদের থেকে জনে জনে গিয়ে ফসল কেনা বড় ব্যবসায়ীর পক্ষে লাভজনক নয়। কিন্তু চাষিদের জোট থাকলে একসঙ্গে অনেক সামগ্রী একেবারেই পাওয়া যায়। আর চুক্তি চাষ ইত্যাদি চালানোর জন্য এফপিও মডেল ব্যবসায়ীদের পক্ষে লাভদায়ক।

মার্চ - ২১ ২৬-১৭, কৃষি, বাজার

Comments

Popular posts from this blog

লিঙ্গসাম্যের দিকে এগোচ্ছে দেশ

পারম্পরিক জ্ঞানের তথ্যায়ন

দাঁতের ব্যথায় লবঙ্গ