চাষিদের বার্ধক্য ভাতা
বৃদ্ধ চাষিদের জন্য অবসরের পরে ভাতা দেওয়ার প্রকল্প হল, কিষান মানধন যোজনা
লাইফ ইনসুরেন্স কর্পোরেশন (এলআইসি) এই অবসর ভাতা তহবিলটির দেখভাল করে। আর এই প্রকল্পের লাভার্থীদের নথিভুক্তি হয়, কমন সার্ভিস সেন্টার্স (সিএসসি) এবং রাজ্য সরকারের মাধ্যমে। ২ হেক্টর পর্যন্ত চাষযোগ্য জমি আছে এবং ২০১৯-এর ১ আগস্ট পর্যন্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ল্যান্ড রেকর্ডে নথিভুক্ত এরকম সব চাষিই এই কর্মসূচির সুবিধা পাওয়ার যোগ্য। ২০২৪-এর ৬ আগস্ট পর্যন্ত ২৩.৩৮ লক্ষ চাষি এই কর্মসূচিতে যোগ দিয়েছেন।
সেপ্টেম্বর - ২৪, ৩০ - ১৩, বার্ধক্য ভাতা, কৃষক
Comments
Post a Comment