চাষিদের বার্ধক্য ভাতা


বৃদ্ধ চাষিদের জন্য অবসরের পরে ভাতা দেওয়ার প্রকল্প হল, কিষান মানধন যোজনা

দেশের ছোট এবং প্রান্তিক চাষিদের সামাজিক সুরক্ষার আওতায় আনার জন্য ২০১৯-এর ১২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী কিষান মানধন যোজনা (পিএম-কেএমওয়াই) শুরু হয়েছিল। এটি বৃদ্ধ বয়সের জন্য স্বেচ্ছামূলক অবসর ভাতা কর্মসূচি। এতে একজন যোগ্য ক্ষুদ্র এবং প্রান্তিক চাষিকে ৬০ বছর বয়সের পর মাসিক ৩ হাজার টাকা দেওয়া হয়। চাষি মারা গেলে তার স্ত্রী মাসে ১৫০০ টাকা পেতে পারে। কোনো চাষি তার ১৮-৪০ বছর বয়স অবধি, কর্মক্ষম থাকাকালীন, যদি মাসে মাসে ৫৫-২০০ টাকা জমা করে, তবেই কেন্দ্রের সরকার তার সমান পরিমাণ অর্থ জমা করে। এই অর্থ থেকেই চাষিদের ভাতা দেওয়া হয়।

লাইফ ইনসুরেন্স কর্পোরেশন (এলআইসি) এই অবসর ভাতা তহবিলটির দেখভাল করে। আর এই প্রকল্পের লাভার্থীদের নথিভুক্তি হয়, কমন সার্ভিস সেন্টার্স (সিএসসি) এবং রাজ্য সরকারের মাধ্যমে। ২ হেক্টর পর্যন্ত চাষযোগ্য জমি আছে এবং ২০১৯-এর ১ আগস্ট পর্যন্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ল্যান্ড রেকর্ডে নথিভুক্ত এরকম সব চাষিই এই কর্মসূচির সুবিধা পাওয়ার যোগ্য। ২০২৪-এর ৬ আগস্ট পর্যন্ত ২৩.৩৮ লক্ষ চাষি এই কর্মসূচিতে যোগ দিয়েছেন।

সেপ্টেম্বর - ২৪, ৩০ - ১৩, বার্ধক্য ভাতা, কৃষক

Comments

Popular posts from this blog

লিঙ্গসাম্যের দিকে এগোচ্ছে দেশ

পারম্পরিক জ্ঞানের তথ্যায়ন

দাঁতের ব্যথায় লবঙ্গ