স্কুলে প্রাতঃরাশের ব্যবস্থা

তামিলনাড়ুতে প্রথম থেকে পঞ্চম শ্রেণির পড়ুয়াদের জন্য প্রাতঃরাশের ব্যবস্থা


২০২২ সালে, তামিলনাড়ু সরকার বাছাই করা সরকারি স্কুলে প্রথম থেকে পঞ্চম শ্রেণির পড়ুয়াদের জন্য প্রাতঃরাশের ব্যবস্থা করেছিল। এই প্রকল্প বর্তমানে আরো প্রসারিত করেছে। সরকারের বক্তব্য এজন্য যতই খরচ হোক না কেন, কোনো শিশুকে ক্ষুধার্ত রাখা হবে না। বর্তমানে ৩৯৫৫টি স্কুলের সাড়ে ১৮ লক্ষ পড়ুয়াকে প্রাতঃরাশ দেওয়া হবে।

সরকারের মতে, এটি একটি উৎপাদনশীল বিনিয়োগ, যা অভিভাবকদের উপর বোঝা কমায়। স্কুলে উপস্থিতি বাড়ায় এবং স্কুলছুটের সংখ্যা কমায়। এই প্রকল্পটি প্রাক্তন মুখ্যমন্ত্রী কামরাজের জন্মবার্ষিকীতে চালু হয়েছে। ১৯৫৭ সালে মুখ্যমন্ত্রী কামরাজ বিনামূল্যে মধ্যাহ্নভোজ প্রকল্প বা মিড ডে মিল চালু করেছিলেন যা তামিলনাড়ুতে আজ অবধি চালু রয়েছে। তবে এর আগে, ১৯২০ সালে চেন্নাই কর্পোরেশনের মেয়র পিটি থিয়াগারয়ার চেন্নাইয়ের একটি কর্পোরেশন স্কুলে মধ্যাহ্নভোজ প্রকল্প শুরু করেছিলেন। জাস্টিস পার্টি ১৯২৫ সালে এই প্রকল্পটি আরো প্রসারিত করেছিল। কিন্তু আর্থিক সংকটের কারণে ১৯৪৭ সালে বন্ধ হয়ে যায়।

অগস্ট - ২৪, ৩০ - ০৯, শিক্ষা, খাদ্য 

Comments

Popular posts from this blog

রক্তচাপ কমায় টম্যাটো

সার থেকে ক্যান্সার

আচ্ছে দিন