খরায় শুখা জলাধার

আইআইটি গান্ধিনগর থেকে প্রকাশিত ইন্ডিয়া ড্রাউট মনিটর জানাচ্ছে, এ দেশের অন্তত ৩৫.২ শতাংশ এলাকায় বর্তমানে খরা চলছে

নদী অববাহিকার মানচিত্র দেখায় যে গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু, কাবেরী অববাহিকার অনেক এলাকা বিভিন্ন মাত্রার খরার সম্মুখীন। আইআইটি গান্ধিনগর থেকে প্রকাশিত ইন্ডিয়া ড্রাউট মনিটর জানাচ্ছে, এ দেশের অন্তত ৩৫.২ শতাংশ এলাকায় বর্তমানে খরা চলছে। এর মধ্যে ৭.৮ শতাংশ এলাকা 'চরম' খরা এবং ৩.৮ শতাংশ 'অস্বাভাবিক' খরার আওতায় রয়েছে। এক বছর আগে, এটি ছিল যথাক্রমে ৬.৫ শতাংশ এবং ৩.৪ শতাংশ।

কর্ণাটক এবং তেলেঙ্গানার মতো রাজ্যগুলিতে বৃষ্টিপাতের ঘাটতি দেশের প্রধান জলাধারগুলিকেও শুকিয়ে দিয়েছে। এই মুহূর্তে, ভারতের ১৫০টি প্রধান জলাধারের ধারণ ক্ষমতা, তাদের মোট ধারণ ক্ষমতার ৩৬ শতাংশে নেমে এসেছে। বর্তমানে, অন্তত ছয়টি জলাধারে কোনো জল নেই। ৮৬টি এমন জলাধার রয়েছে, যেগুলিতে তাদের মোট ধারণ ক্ষমতার থেকে ৬০ শতাংশ জল কম রয়েছে। ২৮ মার্চ প্রকাশিত মনিটরের সাপ্তাহিক বুলেটিন অনুসারে, এর জলাধারগুলির মধ্যে বেশিরভাগই রয়েছে দক্ষিণের রাজ্যগুলিতে, মহারাষ্ট্র এবং গুজরাটে।

এপ্রিল - ২৪, ২৯-৬৪, খরা, পরিবেশ

Comments

Popular posts from this blog

জৈব সারের প্রসার

জন উদ্ভাবনের তথ্য

চাল, গম, চিনির জন্য বহাল পাটের বস্তা