ওজোন ছাতা রক্ষা

ওজোন ছাতা রক্ষার উদ্দেশ্যে জন্য হাইড্রোফ্লুরো কার্বন নির্গমনের 
কমানোর জন্য জাতীয় কৌশল তৈরি করছে কেন্দ্রীয় সরকার 


কেন্দ্রীয় মন্ত্রিসভা পর্যায়ক্রমে হাইড্রোফ্লুরো কার্বন নির্গমন কমানোর জন্য ওজন স্তরে ক্ষতিকারী পদার্থের বিষয়ে মন্ট্রিওল প্রোটোকলে কিগালি সংশোধনীতে পরিবর্তন নিয়ে আসার ক্ষেত্রে অনুমোদন দিয়েছে। এর ফলে, হাইড্রোফ্লুরো কার্বন নির্গমণ হ্রাস পর্যায়ক্রমে গ্রিন হাউজ গ্যাসের পরিমাণ কমিয়ে জলবায়ু পরিবর্তন রুখতে সাহায্য করবে। হাইড্রোফ্লুরো কার্বন উৎপাদনকারী শিল্পগুলি পর্যায়ক্রমে এই কার্বন উৎপাদন বন্ধ করবে।

সরকারের এই পরিকল্পনার লক্ষ্য হল, ২০২৩ সালের মধ্যে শিল্প সংস্থার সঙ্গে যুক্ত সব পক্ষের প্রয়োজনীয় পরামর্শ নেওয়ার পর, পর্যায়ক্রমে হাইড্রোফ্লুরো কার্বন নির্গমনের কমানোর জন্য জাতীয় কৌশল কার্যকর করা। এছাড়া ওজন স্তরকে ক্ষতিগ্রস্ত করতে পারে এমন পদার্থ (নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা) বিধি ২০২৪-এর মাঝামাঝি সময়ের মধ্যে কার্যকর করা হবে। এই সময়ে হাইড্রোফ্লুরো কার্বন উৎপাদন ও ব্যবহারে উপযুক্ত নিয়ন্ত্রণের জন্য বর্তমান আইনী পরিকাঠামোয় পরিবর্তন করা হবে। হাইড্রোফ্লুরো কার্বন নির্গমন কমালে পর্যায়ক্রমে প্রায় ১০৫ মিলিয়ন টন কার্বনডাই অক্সাইড নির্গমণ রোধ করা যাবে বলে মন্ত্রীসভা আশা করছে। উল্লেখ্য, ২০১৬ সালের অক্টোবরে রুয়ান্ডা’র কিগালিতে অনুষ্ঠিত মন্ট্রিওল প্রোটোকলের ২৮ তম বৈঠকে অংশগ্রহণকারী দেশ হিসেবে ভারত মন্ট্রিওল প্রোটোকল গ্রহণ করেছিল। প্রশ্ন হল ২০১৬ সালে সহমত হয়েও সরকার এতদিন হাইড্রোফ্লুরো কার্বন নির্গমন নিয়ে কিছু করেনি কেন?

সেপ্টেম্বর -২১, ২৭- ২০ পরিবেশ, সংরক্ষণ

Comments

Popular posts from this blog

রক্তচাপ কমায় টম্যাটো

সার থেকে ক্যান্সার

আচ্ছে দিন