রাজ্যে অসার শিক্ষা
এ রাজ্যে ১৪-১৮ বছরের পড়ুয়াদের মধ্যে প্রায় ৭৯.২ শতাংশ একটি সংখ্যা দিয়ে ৩ অঙ্কের ভাগ করতে পারে নাঃ আসার রিপোর্ট
- ১৪-১৮ বছরের কিশোর-কিশোরীদের ৯০.৪ শতাংশ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছিল
- জেলার ১৪-১৮ বছরেরে পড়ুয়াদের ৭৯ শতাংশ বুনিয়াদি অঙ্ক করতে অক্ষম।
- এদের মধ্যে ৬১.৩ শতাংশ পড়ুয়া ইংরেজিতে সহজ বাক্য পড়তে পারে না। ১৪-১৬ বছরের পড়ুয়াদের ৬৫ শতাংশ এবং ১৭-১৮ বছরের পড়ুয়াদের ৫৭.৭ শতাংশ ইংরেজিতে সহজ বাক্য পড়তে পারে না।
- প্রায় ৭৯.২ শতাংশ ১ সংখ্যা দিয়ে ৩ অঙ্কের ভাগ করতে পারে না। ১৪-১৬ বছরের পড়ুয়ারাদের ৭৬.৯ শতাংশ এবং ১৭-১৮ বছরের পড়ুয়াদের ৮১.৫ শতাংশ এই ভাগগুলি করতে পারেনি।
- ১৪-১৮ বছরেরে পড়ুয়াদের প্রায় ৩৮.৩৮ শতাংশ লিখিত নির্দেশাবলী পড়তে এবং বুঝতে পারে না।
- ১৪-১৮ বয়সের মোট পড়ুয়াদের ৩৪.৪ শতাংশ বাংলা ভাষায় দ্বিতীয় শ্রেণীর পাঠ্যের রিডিং পড়তে পারে না। এর মধ্যে ১৪-১৬ বছরের পড়ুয়ার ৩৬.৭ শতাংশ এবং ১৭-১৮ বছরের পড়ুয়াদের ৩২.১ শতাংশ বাংলায় রিডিং পড়তে পারে না।
- আসারের ২০২২ সালের সমীক্ষা অনুযায়ী, পশ্চিমবঙ্গের সরকারি স্কুলে ৬-১৪ বছর বয়সী ৯২.২ শতাংশ পড়ুয়ারা স্কুলে ভর্তি হয়েছিল, যা দেশের মধ্যে রেকর্ড।
Comments
Post a Comment