আইসিএআর এর বিজ্ঞানীরা বলেছেন, উত্তরবঙ্গে প্রাকৃতিক চাষ বাড়ছে
ইণ্ডিয়ান কাউন্সিল অব এগ্রিকালচার রিসার্চ বা আইসিএআর ওডিশা, পশ্চিমবঙ্গ, আন্দামানের ৩৪টি কৃষি বিজ্ঞান কেন্দ্র বা কেভিকের তত্ত্বাবধানে, আউট স্কেলিং অব ন্যাচারাল ফার্মিং শিরোনামের এক প্রকল্পের মাধ্যমে প্রাকৃতিক চাষ এবং তার প্রসারের কাজ শুরু করেছিল ২০২২ সালে। সম্প্রতি এই সব এলাকায় ঘুরে দেখে আইসিএআর এর বিজ্ঞানীরা বলেছেন, উত্তরবঙ্গে প্রাকৃতিক চাষ বাড়ছে। অনেক চাষি এই চাষে উৎসাহিত হচ্ছে। তারা উত্তর দিনাজপুর এবং আলিপুরদুয়ার জেলার কাজ পরিদর্শন করে একথা জানিয়েছেন। তাঁরা বলেছেন, চাষিরা তাদের চাষের খরচ কম, কীটপতঙ্গ ও রোগের সংক্রমণের ঝুঁকি হ্রাস এবং জৈব, সুস্বাদু এবং মানসম্পন্ন সবজি উৎপাদনের কারণে প্রাকৃতিক চাষ পদ্ধতিতে ক্রমবর্ধমান আগ্রহী হচ্ছে। চা বাগানগুলি ক্রমশ রাসায়নিক সার ও কীটনাশকের বদলে জৈব সার এবং অন্যান্য জৈব সামগ্রী ব্যবহার করতে শুরু করেছে।
মার্চ - ২৪, ২৯-৬০, কৃষি, প্রাকৃতিক চাষ
Comments
Post a Comment