এক ব্যাগ বিপদ
জানেন কি,
বিশ্বকে বাঁচাতে প্লাস্টিক ব্যাগের জন্ম হয়েছিল? হ্যাঁ ঠিকই শুনেছেন। ১৯৬৯ সালে
সুইডেনে স্টেইন গুস্তাফ থুলিন প্লাস্টিক ব্যাগ আবিষ্কার করেন। সে সময় মানুষ অনেক
বেশি কাগজের ব্যাগ ব্যবহার করত । আর তা বানানোর জন্য অনেক গাছ কাটা পড়ত। তাই
স্টেইন একটি শক্ত ব্যাগ তৈরি করলেন – যা হালকা ও টেকসই। তিনি ভেবেছিলেন মানুষ
বারবার এই ব্যাগ ব্যবহার করবে। ফলে অনেক কম গাছ কাটতে হবে। এতে পরিবেশের ভালো হবে।
বিবিসি সূত্রে এখবর জানা গেছে। স্টেইন সবসময় একটা ব্যাগ ভাঁজ করে তাঁর পকেটে
রাখতেন। তিনি ভাবতেন সবাই এমনটাই করবে। কিন্তু সময়ের সঙ্গে প্লাস্টিক, একবার
ব্যবহারের পণ্যে পরিণত হল। আর যত বেশি এর ব্যবহার বাড়লো, পাল্লা দিয়ে দূষণও তত
বাড়তে থাকলো।
তবে সচেতন
নাগরিক হিসেবে এখন অনেকে আবার কাগজ বা কাপড়ের ব্যাগ ব্যবহার করছেন। কিন্ত কাগজ
দিয়ে ব্যাগ তৈরিতে অনেক শক্তি দরকার হয়। অনেক জলও লাগে। কাগজের ব্যাগ ভারী তাই তা
উৎপাদনের জায়গা থেকে ব্যবহারের জায়গায় নিয়ে যেতে জ্বালানিও বেশি খরচ হয়। কাপড়ের
ব্যাগ তৈরিতেও অনেক জল লাগে। আর তুলো তৈরিতে দরকার রাসায়নিক সার, বিষ, জল, জিন
বদলানো বীজ। যেগুলি পরিবেশের জন্য খুবই ক্ষতিকর। তাহলে উপায়? উপায় হল, যে ব্যাগই আপনি
ব্যবহার করছেন তা বারবার ব্যবহার করুন। দরকার হলে ছেঁড়া-ফাটা মেরামত করে ব্যবহার
করুন।
ডিসেম্বর
– ১৯, ২৫-৫১, প্লাস্টিক, পরিবেশ দূষণ
Comments
Post a Comment