প্লাস্টিকময়
প্লাস্টিক দূষণে ভারত ৪ নম্বরে
ব্যক্তি প্রতি প্লাস্টিক ব্যবহারে সব থেকে এগিয়ে আছে আইসল্যান্ড, যার বার্ষিক ব্যবহার ১২৮.৯ কেজি। ভারতে এর পরিমাণ ৫.৩ কেজি। পৃথিবীতে বছরে গড়ে ব্যক্তি প্রতি ২০.৯ কেজি প্লাস্টিক ব্যবহার হয়। একটি দেশের প্লাস্টিক ওভারশুট ডের পরিমাপ করা হয় মিসম্যানেজড ওয়েস্ট ইনডেক্স বা বর্জ্য অ-ব্যবস্থাপনার সূচকের উপর ভিত্তি করে। মাথা পিছু অনেক কম প্লাস্টিক ব্যবহার হলেও, ভারতে ব্যবহৃত প্লাস্টিক বর্জ্যের ৯৮.৫৫ শতাংশের কোনো ব্যবস্থাপনা করা হয় না। তাই এই তালিকার চার নম্বরে আমরা রয়েছি। আমাদের আগে যে তিনটি দেশ রয়েছে সেগুলি হল মোজাম্বিক (৯৯.৮ শতাংশ), নাইজেরিয়া (৯৯.৪৪ শতাংশ) এবং কেনিয়া (৯৮.৯ শতাংশ)।
আর্থ অ্যাকশনের রিপোর্ট অনুযায়ী ২০২৩ সালে ভারতে অব্যবস্থাপিত প্লাস্টিক বর্জ্য হতে পারে ৭৩ লক্ষ ৭৫২ টন। এর মধ্যে ৩ লক্ষ ৩০ হাজার ৭৬৪ টন মাইক্রো-প্লাস্টিক নদী নালা, সমুদ্রে মিশবে— যেটা বিপজ্জনক।
অগস্ট - ২৩, ২৯-১৫, প্লাস্টিক, দূষণ
Comments
Post a Comment