শিশু মৃত্যুর কারণ

ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে -৫ অনুযায়ী শিশু মৃত্যুর হার ৪১.৯ শতাংশ

ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে (এনএফএইচএস) বা জাতীয় পরিবারভিত্তিক স্বাস্থ্য সমীক্ষা-৪ এ পাঁচ বছরের কম বয়সী মৃত্যুর হার ছিল ৪৯.৭। এনএফএইচএস সমীক্ষা-৫ যেটা ২০১৯ থেকে ২০২১ এর মধ্যে হয়েছিল, তাতে এই মৃত্যুর হার কমে হয়েছে ৪১.৯ শতাংশ।

২০১৭-১৯ সালের মধ্যে ভারতের রেজিস্ট্রার জেনারেল ও সেন্সাস কমিশনার অফিস কর্তৃক প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, ভারতে শিশু মৃত্যুর প্রধান কারণগুলি হল— নির্দিষ্ট সময়ের আগে শিশুর জন্ম এবং জন্মের সময় প্রয়োজনের তুলনায় কম ওজন (৩১.২ শতাংশ), নিউমোনিয়া (১৭.৫ শতাংশ), জন্মগত শ্বাসকষ্ট এবং জন্মগত আঘাত (৯.৯ শতাংশ), সংক্রামক নয় এমন রোগ (৯.৬ শতাংশ), ডায়রিয়া জাতীয় রোগ (৫.৮ শতাংশ), জন্মগত অসঙ্গতি (৫.৭ শতাংশ), আঘাত (৪.৯ শতাংশ), ভুল এবং অজানা কারণ (৪.৩ শতাংশ), অজানা জ্বর (৪.১ শতাংশ), তীব্র ব্যাকটেরিয়াল সেপসিস এবং গুরুতর সংক্রমণ (৩.৮ শতাংশ) এবং অন্যান্য আরো সব কারণ (৩.৩ শতাংশ)।

১৯৭৫ সাল নাগাদ দেশের মানুষদের গড় আয়ু ছিল ৪৯.৭ বছর। ২০২০ সালে তা বেড়ে হয়েছে ৭০ বছর। সংসদের বর্ষাকালীন অধিবেশনে বিভিন্ন প্রশ্নের উত্তরে এই তথ্য কেন্দ্রীয় সরকার দিয়েছে। 

অগস্ট - ২৩, ২৯-১৪, শিশু, স্বাস্থ্য

Comments

Popular posts from this blog

রক্তচাপ কমায় টম্যাটো

সার থেকে ক্যান্সার

আচ্ছে দিন