জলবায়ু বদলঃ কচ্ছপের সংকট

জলবায়ু বদলের ফলে কমে যাচ্ছে কচ্ছপের প্রজননের জায়গা


একটি সমীক্ষায় দেখা গেছে, সমুদ্রের জলতলের উচ্চতা বেড়ে যাওয়ার কারণে, যেসব উপকূলে কচ্ছপের বিভিন্ন প্রজাতির বাসস্থান এবং প্রজননের জায়গা ছিল সেগুলি ডুবে যাচ্ছে। সমীক্ষাটি প্রধান গবেষক মার্গা রিভাস জানান, এই উচ্চতা ঘটছে অতি মাত্রায় গ্রিন হাউস গ্যাস নির্গমনের জন্য। যেসব উপকূলে কচ্ছপের বাসা বাঁধে সেখানকার ২৮৩৫ টি বাসা পরীক্ষা করে গবেষকরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছে। যে সব প্রজনন ক্ষেত্রগুলিতে সমীক্ষা করা হয়েছিল সেগুলি হল, কোস্টারিকার মন্ডনগুইলো বিচ, কিউবার গুয়ানাকাবিবেস উপদ্বীপ, ডোমিনিকান রিপাবলিকের সাওনা দ্বীপ, অস্ট্রেলিয়ার উপকূল অঞ্চল, রাইন দ্বীপ, মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার সেন্ট জর্জ দ্বীপ, নেদারল্যান্ডসের রাইন এবং সিন্টে দ্বীপে অবস্থিত।

মে - ২৩, ২৮-৬৬, জলবায়ু বদল

Comments

Popular posts from this blog

রক্তচাপ কমায় টম্যাটো

সার থেকে ক্যান্সার

আচ্ছে দিন