বৈচিত্রময় পশ্চিমঘাট

জীব বৈচিত্র সব থেকে বেশি পশ্চিমঘাটে


ভারতের পশ্চিমঘাট পর্বতমালাকে এশিয়ার উষ্ণ এলাকার উদ্ভিদ ও প্রাণীর বৈচিত্রের সব থেকে পুরনো অঞ্চলগুলির মধ্যে একটি বলে মনে করা হয়। সেন্টার ফর সেলুলার অ্যান্ড মলিকুলার বায়োলজি’র (সিসিএমবি) একটি গবেষণায় এ কথা বলা হয়েছে। গবেষণাটিতে দেখা গেছে, উত্তর পশ্চিমঘাটের তুলনায় দক্ষিণ পশ্চিমঘাটে প্রজাতির সংখ্যা প্রায় ছয় গুণ বেশি। আর পশ্চিম ঘাটগুলিতে কাঠের গাছে বিশাল বৈচিত্র রয়েছে, যার মধ্যে ৬০ শতাংশেরও বেশি গাছ স্থানীয়। এছাড়া সমগ্র পশ্চিমঘাটে অনেক বন্য গাছপালা, পাখি, স্তন্যপায়ী প্রাণী, সরীসৃপ, মাছ এবং পোকামাকড় রয়েছে যা শুধুমাত্র এখানেই দেখা যায়। তাই এই অঞ্চল বিশ্বের অন্যতম জীববৈচিত্রের কেন্দ্র হিসাবে পরিচিত। গবেষণা প্রতিবেদনটি রয়্যাল সোসাইটির ফ্ল্যাগশিপ গবেষণা জার্নাল 'প্রসিডিংস বি'-তে প্রকাশিত হয়েছে।

মে - ২৩, ২৮-৬৪, জীববৈচিত্র, কর্নাটক

Comments

Popular posts from this blog

লিঙ্গসাম্যের দিকে এগোচ্ছে দেশ

পারম্পরিক জ্ঞানের তথ্যায়ন

দাঁতের ব্যথায় লবঙ্গ