বাঁধের জন্য নদীর ক্ষতি
বড় বাঁধের জন্য নদী সীমানায় পরিবর্তন হচ্ছে
পৃথিবীর উপরিভাগে সবচেয়ে বড় বৈচিত্র্য হল নদীর সীমানায়। তবে কয়েক দশক ধরে এই সীমানায় ব্যাপক পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনের কারণ কী? তা বোঝার জন্য, চাইনিজ অ্যাকাডেমি অব সায়েন্সেসের নানজিং ইনস্টিটিউট অব জিওগ্রাফি অ্যান্ড লিমনোলজির অধ্যাপক সং চুন কিয়াওর নেতৃত্বে একটি গবেষণা হয়েছে। বিশ্বজুড়ে তারা চার দশক ধরে হয়ে চলা নদীগুলির সীমানার পরিবর্তন বিশ্লেষণ করেছেন ল্যান্ডস্যাট চিত্রের সাহায্যে।
কয়েক দশক ধরে স্থানীয় ভিত্তিতে নদীর সীমার পরিবর্তনের সংখ্যা নির্ধারণ এবং ব্যাখ্যা করার জন্য, গবেষকরা দুটি প্রধান অত্যাধুনিক সারফেস ওয়াটার ডাটাবেস, সারফেস ওয়াটার এবং ওশান টপোগ্রাফি রিভার ডেটাবেস থেকে তথ্য ব্যবহার করেছেন। ফলাফলে দেখা গেছে, বিশ্বব্যাপী নদীর প্রায় ২০ শতাংশ এলাকা দ্রুত পরিবর্তিত হয়েছে। এই ধরনের নদী অববাহিকায়, নদীর নাগালের বিভিন্ন পাশ বরাবর কিছুটা সংকুচিত এবং কিছুটা প্রসস্ত হয়েছে। বিশ্বজুড়ে নদীতে বাঁধ নির্মাণ এজন্য দায়ী বলে এই গবেষণায় দাবী করা হয়েছে। এছাড়া জলবায়ু পরিবর্তনও নদীর সীমানা পরিবর্তনের জন্য দায়ী বলে তারা দাবী করেছেন।
এপ্রিল - ২৩, ২৮-৬১, বড় বাঁধ, পরিবেশ
Comments
Post a Comment