অপুষ্টির ভারত

অপুষ্টিসহ সব বিষয়েই বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে সরকার


প্রায় ৭১ শতাংশ ভারতীয় পুষ্টিকর খাবার পায় না। আর ১৭ লক্ষ মানুষ পুষ্টিহীন খাদ্য খাওয়ার কারণে দুর্বলতার জন্য মারা যায়। এ তথ্য জানা গেছে, সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্ট এবং ডাউন টু আর্থের সাম্প্রতিক রিপোর্টে। সংসদ সদস্য সৈয়দ নাসির হুসেন, এ নিয়ে ৫ ডিসেম্বর রাজ্যসভায় প্রশ্ন করেন।

মন্ত্রী স্মৃতি ইরানি লিখিতভাবে জানান, নারী ও শিশু কল্যাণ মন্ত্রক এ জাতীয় কোনো প্রতিবেদন সম্পর্কে অবগত নয়। তিনি জানান, গৃহস্থালির খাদ্য নিরাপত্তার জন্য সরকার ভরতুকি দিয়ে পর্যাপ্ত পরিমাণে পুষ্টিগুণ সম্পন্ন খাদ্যশস্যের সরবরাহ করে। এতে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়েছে। এমনকি কোভিড অতিমারির সময়েও প্রধানমন্ত্রী গরীব কল্যাণ যোজনার অধীনে ৮০ কোটি মানুষকে বিনামূল্যে রেশন সরবরাহ করা হয়েছিল।

হাসান ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভের সাম্প্রতিক সংস্করণের উল্লেখ করে ৬-৫৯ মাস বয়সী শিশুদের মধ্যে রক্তাল্পতা বৃদ্ধির কারণও জানতে চেয়েছিলেন। এছাড়া বেশিরভাগ রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে শিশু এবং মহিলাদের রক্তাল্পতা গত পাঁচ বছরে আরো খারাপ হয়েছে বলে সমীক্ষাটিতে উল্লেখ করা হয়েছে। এ নিয়ে সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদীও প্রশ্ন করেছিলেন। তাঁর উত্তরে মন্ত্রী বলেন, শিশুদের বাড়বৃদ্ধি থেমে যাওয়া বা স্টান্টিং ৩৮.৪ শতাংশ থেকে ৩৫.৫ শতাংশে নেমে এসেছে। আর কম ওজনের প্রবণতা ৩৫.৮ শতাংশ থেকে ৩২.১ শতাংশে নেমে এসেছে। উল্লেখ্য, সরকারকে যে প্রশ্ন করা হচ্ছে, তার উত্তর না দিয়ে অন্য কিছু তথ্য দিচ্ছে যাতে বিভ্রান্তি তৈরি হয়। 

ডিসেম্বর - ২২, ২৮-২৯, অপুষ্টি, মহিলা ও শিশু

Comments

Popular posts from this blog

লিঙ্গসাম্যের দিকে এগোচ্ছে দেশ

পারম্পরিক জ্ঞানের তথ্যায়ন

দাঁতের ব্যথায় লবঙ্গ