নতুন মাছ

পূর্ব মেদিনীপুরে পাওয়া গেল নতুন মাছ


জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া(জেডএসআই)-র এসচুয়ারাইন বায়োলজি রিজিওনাল সেন্টার- এর বিজ্ঞানী এবং গবেষকরা পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের পেটুয়াঘাট মৎস্য বন্দর থেকে বাজকুল মিলনী মহাবিদ্যালয়ের ডঃ দীপাঞ্জন রায়ের সংগৃহীত চারটি নমুনার উপর ভিত্তি করে পাঁকাল বা বান জাতীয় মাছের একটি নতুন প্রজাতি চিহ্নিত করেছেন। জেডএসআই-এর অধিকর্তা ডঃ ধৃতি ব্যানার্জী একথা জানিয়েছেন। এসচুয়ারাইন বায়োলজি রিজিও নাল সেন্টারের বিজ্ঞানী ডঃ অনিল মহাপাত্র ও তার সহযোগীরা এই পাঁকাল বা বান মাছের নতুন প্রজাতিটি কনগ্রিড ইল বলে জানিয়েছেন তাঁরা জানিয়েছেন। মাছটি অ্যাঙ্গুইলিফর্মস-এর অন্তর্গত এবং রাইনকোকঙ্গার শ্রেণীর বিভিন্ন প্রজাতির থেকে জিনগতভাবে আলাদা বলে গবেষকরা জানিয়েছে। গবেষকদের এই দলটির অন্য দুজন সদস্য হলেন, শুভ্রেন্দু শেখর মিশ্র এবং স্মৃতিরেখা আচার্য।

প্রজাতিটি বঙ্গোপসাগরের উত্তর অংশে প্রায় ৯৫ মিটার গভীরতায় থাকে। প্রজাতির পিঠের রঙ জলপাই বাদামী এবং পেটের অংশটি ফ্যাকাশে। চোখের পশ্চাৎ প্রান্ত থেকে ফুলকার মুখ পর্যন্ত একটি রূপোলি দাগ রয়েছে। প্রজাতিটির দৈর্ঘ্য ৫৭৬+ থেকে ৬৬১+ মিমি। সম্প্রতি, নতুন প্রজাতিটির কথা আন্তর্জাতিক পত্রিকা জার্নাল অফ ফিশ বায়োলজিতে প্রকাশিত হয়েছে।

টানাজালের মাধ্যমে প্রায় ৫২ বাঁও (৯৫ মিটার) গভীরতা থেকে মাছটি ধরা পড়েছে বলে স্থানীয় মৎস্যজীবিরা জানিয়েছেন। যদিও ধরার সঠিক অবস্থান নির্ধারণ করা যায়নি। 

জুন - ২২, ২৭-৭২, জৈব বৈচিত্র

Comments

Popular posts from this blog

লিঙ্গসাম্যের দিকে এগোচ্ছে দেশ

পারম্পরিক জ্ঞানের তথ্যায়ন

দাঁতের ব্যথায় লবঙ্গ