ফসলের নতুন সহায়ক মূল্য
২০২২-২৩ কৃষি বিপণন বর্ষে খরিফ শস্যের নতুন ন্যূনতম সহায়ক মূল্য ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। কিন্তু চাষিদের আয় দ্বিগুণ হল কি?
এই সহায়ক মূল্য নির্ধারণ করে সরকার বলছে, ২০১৮-১৯ অর্থবর্ষের বাজেট পেশের সময় ঘোষণা করা হয়েছিল ফসল উৎপাদনের মোট ব্যয়ের ৫০ শতাংশ বেশি হারে ন্যূনতম সহায়ক মূল্য নির্ধারণ করা হবে। সেই অনুযায়ী ২০২২-২৩ কৃষি বিপণন মরশুমে খরিফ শস্যের ন্যূনতম সহায়ক মূল্য নির্ধারণ করা হল। সরকারের হিসেবে বাজরা, অড়হর, বিউলির ডাল, সূর্যমুখীর বীজ, সোয়াবিন এবং চিনাবাদামের ক্ষেত্রে ন্যূনতম সহায়ক মূল্য কৃষিকাজে ব্যয়ের থেকে যথাক্রমে ৮৫, ৬০, ৫৯, ৫৬, ৫৩ এবং ৫১ শতাংশ বেশি ধার্য হয়েছে।
তবে এসবই তথ্যের যাদু খেলা। সরকার বলেছি ২০২২ সালের মধ্যে চাষির আয় দ্বিগুণ হবে। সত্যিই কি আয় দ্বিগুণ হয়েছে – এবার সেই হিসেব নেওয়ার পালা।
জুন - ২২, ২৭-৭৪, ফসল, সহায়ক মূল্য
Comments
Post a Comment