ক্ষুধা দারিদ্র পরিবেশ অর্থনীতি এবং উদ্ভিদ

খিদে দূর করার, দারিদ্র কমানোর, পরিবেশ রক্ষা করার এবং অর্থনৈতিক উন্নতির শক্তি রয়েছে উদ্ভিদে।


খিদে দূর করার, দারিদ্র কমানোর, পরিবেশ রক্ষা করার এবং অর্থনৈতিক উন্নতির শক্তি রয়েছে উদ্ভিদে। আমরা যা খাই তার ৮০ শতাংশ গাছপালা থেকে আসে। আমাদের নিঃশ্বাসের ৯৮ শতাংশ অক্সিজেন গাছপালা থেকে আসে। তবুও, এতসব জানার পরও, আমাদের কাজেকর্মে উদ্ভিদের টিকে থাকার ঝুঁকি ক্রমাগত বাড়ছে। এসব আলোচনা হচ্ছে উদ্ভিদ স্বাস্থ্য নিয়ে রাষ্ট্রসংঘের আলোচনায়।

সাম্প্রতিক পরিসংখ্যান অনুসারে, উদ্ভিদের কীটপতঙ্গ এবং রোগের কারণে প্রতি বছর প্রায় ৪০ শতাংশ খাদ্য উত্পাদন নষ্ট হয়। এই অপচয় খাদ্য নিরাপত্তা এবং কৃষি উভয়কেই প্রভাবিত করে। কারণ কৃষি গ্রামীণ জনগোষ্ঠীর আয়ের প্রধান উত্স।

জলবায়ু পরিবর্তন এবং মানুষের কাজকর্ম, ইকোলজি বা বাস্তুসংস্থানের পরিবর্তন ঘটাচ্ছে। জীববৈচিত্র ধ্বংস করছে। পাশাপাশি পোকামাকড়ের বংশবৃদ্ধির জন্য অনুকূল পরিস্থিতি তৈরি করছে। বিজ্ঞানীরা বলছে, পোকামাকড় এবং রোগ থেকে গাছপালা রক্ষা করার আগে উদ্ভিদ স্বাস্থ্য রক্ষা অনেক বেশি কাজের। এর কারণ হল, পোকামাকড় এবং রোগগুলি একবার উদ্ভিদে প্রবেশ করলে তা নির্মূল করা প্রায়ই কঠিন হয় এবং নিয়ন্ত্রণের জন্য রাসায়নিক কীটনাশকের দরকার পরে, যা প্রকৃতির ওপর ভয়ংকর প্রভাব ফেলে।

মে - ২২, ২৭- ৬৬, উদ্ভিদ, জৈববৈচিত্র

Comments

Popular posts from this blog

রক্তচাপ কমায় টম্যাটো

সার থেকে ক্যান্সার

আচ্ছে দিন