জ্বরের ওষুধের প্রতিক্রিয়া


যারা নিয়মিত প্যারাসিটামল খান, তাদের হার্ট অ্যাটাক ও 
স্ট্রোকের ঝুঁকি বাড়তে পারে 



অতিমারির সময় প্যারাসিটামল-৬৫০ ট্যাবলেটের বিক্রি প্রচুর বেড়েছে। শুধুমাত্র ডোলো-৬৫০ ব্রান্ড নামের প্যারাসিটামল বিক্রি হয়েছে ৫৬৭ কোটি টাকার। এছাড়াও বাজারে রয়েছে ক্রোসিন, ক্যালপলের মতো ব্র্যান্ড। বলা হয় এটি একটি নিরাপদ ওষুধ – যার প্রায় কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তবে উচ্চ রক্তচাপের সমস্যা থাকা যেসব ব্যক্তি ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্যারাসিটামল খান, তাদের হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি বাড়তে পারে বলে এক গবেষণায় দেখা গেছে। গবেষণাটি করেছে, এডিনবরা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। তাদের বক্তব্য, যেসব রোগী দীর্ঘসময় ধরে প্যারাসিটামল গ্রহণ করছেন, তাদের স্বাস্থ্য ঝুঁকির বিষয়গুলি চিকিৎসকদের চিন্তা করা দরকার। এই ওষুধটি সাধারণত ব্যথা উপশম এবং জ্বর কমানোর জন্য ব্যবহার করা

এই গবেষণায় দেখা গেছে, 'প্যারাসিটামলের কারণে তৈরি হওয়া উচ্চ রক্তচাপ' হার্ট অ্যাটাক ও স্ট্রোকের অন্যতম প্রধান কারণ। গবেষণাটিতে ১১০ জন স্বেচ্ছাসেবীকে নেওয়া হয়, যাদের টানা দুই সপ্তাহ ধরে প্রতিদিন ৪টি করে প্যারাসিটামল খেতে দেয়া হয়। এই ১১০ জনের দুই-তৃতীয়াংশ উচ্চ রক্তচাপ অথবা দুশ্চিন্তার কারণে আগে থেকেই প্যারাসিটামল খাচ্ছিলেন। পরীক্ষায় দেখা গেছে, 'প্যারাসিটামলের কারণে তৈরি হওয়া উচ্চ রক্তচাপ হার্ট অ্যাটাক ও স্ট্রোকের অন্যতম প্রধান কারণ’। সম্প্রতি সার্কুলেশন জার্নালে এই সমীক্ষাটি প্রকাশিত হয়েছে। তবে লন্ডনের সেন্ট জর্জেস ইউনিভার্সিটির ফার্মাকোলজি ও থেরাপিউটিকসের শিক্ষক ড. দিপেন্দর গিল জানিয়েছেন, ‘প্যারাসিটামল ব্যবহারের ফলে রক্তচাপ বাড়ার সমস্যা দীর্ঘ দিন টিকে থাকে কিনা, তা এই গবেষণায় বোঝা যায়নি’। এর আগে আমেরিকার একটি গবেষণায় উঠে এসেছিল যে দীর্ঘ মেয়াদে প্যারাসিটামল ব্যবহার, হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায়।

ফেব্রুয়ারি -২২, ২৭- ৫১, চিকিৎসা, গবেষণা

Comments

Post a Comment

Popular posts from this blog

জলবায়ু বদলঃ ভুগছে দক্ষিণ পূর্ব এশিয়া

নাড়া নিয়ে নাড়াচাড়া

বজ্রপাত