ফসল বাঁচাও
অপারেশন গ্রিন স্কিমের উদ্দেশ্য হল, চাষিদের ন্যায্য মূল্য
পাওয়ার ব্যবস্থা, অপচয় কমানো প্রক্রিয়াকরণ ও মূল্যযোগ করা
টমেটো, পেঁয়াজ ও আলুর জন্য প্রক্রিয়াকরণ শিল্প মন্ত্রক ২০১৮-র নভেম্বর মাসে অপারেশন গ্রিন স্কিম চালু করে। এই কর্মসূচি উদ্দেশ্য হল, এই ফসল উৎপাদনকারী চাষিদের ন্যায্য মূল্য পাওয়ার ব্যবস্থা করা। এগুলির অপচয় কমানো। সবার সুবিধার জন্য ন্যায্য দাম ঠিক করা এবং প্রক্রিয়াকরণ ও মূল্যযোগ বা ভ্যালু অ্যাডিশন করা।
এই কর্মসূচির মাধ্যমে স্বল্প মেয়াদি ভিত্তিতে পরিবহণ এবং মজুত রাখার ক্ষেত্রে ৫০ শতাংশ হারে ভর্তুকি দেওয়া হয়। অন্যদিকে দীর্ঘ মেয়াদি ভিত্তিতে সুনির্দিষ্ট উৎপাদক ক্লাস্টারগুলিকে ৩৫ শতাংশ থেকে ৭০ শতাংশ পর্যন্ত এককালীন অনুদান দেওয়া হয়। প্রকল্প খাতে মোট খরচের ওপর এই অনুদান দেওয়া হয়ে থাকে। তবে, উৎপাদন ক্লাস্টারগুলির প্রকল্প খাতে মোট খরচের পরিমাণ সর্বোচ্চ ৫০ কোটি টাকা পর্যন্ত স্থির হয়েছে। তবে এর জন্য আবেদন করতে হয় কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ শিল্প মন্ত্রকের কাছে।
২০২১-২২ বাজেট ঘোষণায় ২২টি দ্রুত পচনশীল কৃষি পণ্য সহ চিংড়ি মাছকে অপারেশন গ্রিন স্কিমের আওতায় আনা হয়েছে। খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প মন্ত্রক সূত্রে এখবর জানা গেছে।
সেপ্টেম্বর -২১, ২৭- ২৪ ফসল, সংরক্ষণ, গ্রিন স্কিম
সেপ্টেম্বর -২১, ২৭- ২৪ ফসল, সংরক্ষণ, গ্রিন স্কিম
Comments
Post a Comment