নতুন রামসার স্থান

রামসার সাইট বা স্থান হিসেবে ভারতের আরো চারটি জলাভূমি স্বীকৃতি পেয়েছে


রামসার সাইট বা স্থান হিসেবে ভারতের আরো চারটি জলাভূমি স্বীকৃতি পেয়েছে। এই চারটি জলাভূমি হল, গুজরাটের থোল, ওয়াধওয়ানা এবং হরিয়ানার সুলতানপুর ও ভিন্দাওয়াস। কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব একথা এক টুইট বার্তায় জানিয়েছেন।

এই চারটি স্থান যোগ হওয়ায় ভারতে রামসার সাইটের বেড়ে দাঁড়ালো ৪৬। এই ৪৬টি এলাকার ভৌগোলিক সীমানা সব মিলিয়ে ১০ লক্ষ ৮৩ হাজার ৩২২ হেক্টর। রামসার তালিকায় হরিয়ানা থেকে এই প্রথম কোনো স্থান যুক্ত হল। রামসার সাইট নির্বাচনের উদ্দেশ্য হল, জৈব বৈচিত্র্যের দিক থেকে গুরুত্বপূর্ণ জলাভূমিগুলির সংরক্ষণে সারা বিশ্ব জুড়ে রক্ষণাবেক্ষণ ও সুষ্ঠু পরিচালনার এক নেটওয়ার্ক গড়ে তোলা। সেই সঙ্গে, জলাভূমিগুলির বাস্তুতন্ত্র সংরক্ষণের মধ্য দিয়ে মানব জীবনের অস্তিত্ব বজায় রাখা।

জলাভূমিগুলি থেকে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ সম্পদ এবং পরিবেশগত সুযোগ-সুবিধা পাওয়া যায়। এর মধ্যে রয়েছে – খাদ্য, জল, তন্তু বা আঁশ। এছাড়া এই জলাভূমি মাটির নিচের জলের সঞ্চয় বাড়ায়। নোংরা জল শোধন করে। বন্যার ঝুঁকি কমায়। ভূমিক্ষয় নিয়ন্ত্রণ করে। আর জলবায়ুর বদলের প্রভাব কমায়। প্রকৃতপক্ষে জলাভূমিগুলি জলের অন্যতম প্রধান উৎস।

তবে দুঃখের বিষয় হলেও সত্যি পশ্চিমবঙ্গের পূর্ব কলকাতা জলাভূমি রামসার সাইটের অন্তর্ভুক্ত হলেও বিভিন্ন নির্মাণ কাজের জন্য এই জলাভূমি আজ বিপন্নপ্রায়।

সেপ্টেম্বর -২১, ২৭- ২৩ পরিবেশ, সংরক্ষণ, রামসার

Comments

Popular posts from this blog

লিঙ্গসাম্যের দিকে এগোচ্ছে দেশ

পারম্পরিক জ্ঞানের তথ্যায়ন

দাঁতের ব্যথায় লবঙ্গ