অমানবিক পারমাণবিক

সরকার বিদ্যুৎ উৎপাদন বাড়াতে আরো পারমাণবিক বিদ্যুৎ 
উৎপাদন কেন্দ্র চালু করার পরিকল্পনা করেছে


পারমাণবিক বিদ্যুৎ বা এই শক্তি ব্যবহারের বিপদ সম্পর্কে আমারা কম বেশি জানি। বিভিন্ন দেশে এই বিদ্যুৎ কেন্দ্রগুলি বন্ধ করে দেওয়া হচ্ছে, চেরনোবিল, হিরোসিমা, নাগাসাকি, ফুকুসিমার মতো বিপর্যয়ের পরে। অথচ এদেশের সরকার বিদ্যুৎ উৎপাদন বাড়াতে আরো পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র চালু করার পরিকল্পনা করেছে। লোকসভায় প্রশ্নের উত্তরে দফতরের মন্ত্রী জানিয়েছেন বর্তমানে ২২টি চুল্লি থেকে মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ৬ হাজার ৭৮০ মেগাওয়াট। আর কেএপিপি-৩ চুল্লি থেকে ৭০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। এছাড়াও, আরো ১০টি চুল্লি থেকে ৮ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে।

সরকার ইতিমধ্যেই ৭০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ১০টি হেভিওয়াটর রিঅ্যাক্টর নির্মাণে প্রশাসনিক ছাড়পত্র ও আর্থিক অনুমোদনের বিষয়টিতে নৈতিক ছাড়পত্র দিয়েছে। এই ১০টি হেভিওয়াটার রিঅ্যাক্টরের নির্মাণ কাজ শেষ হলে দেশে ২০৩১ সাল নাগাদ পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দাঁড়াবে ২২ হাজার ৪৮০ মেগাওয়াটে। ভবিষ্যতে এই ধরনের আরো বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও মন্ত্রী জানান।

অগস্ট -২১, ২৭-১৬ পরমাণু শক্তি, বিদ্যুৎ, বিপর্যয়

Comments

Popular posts from this blog

রক্তচাপ কমায় টম্যাটো

সার থেকে ক্যান্সার

আচ্ছে দিন