বিদেশ যাচ্ছে জৈব ফসল

২০২০-২১ অর্থবছরে ভারত থেকে ১১ হাজার ৩১৯ 
কোটি টাকার ফল এবং সবজি রফতানি করা হয়েছে


উত্তরাখণ্ড থেকে এই প্রথম জৈব সবজি সংযুক্ত আরব আমিরশাহীতে রফতানি করা হয়েছে। হরিদ্বারের চাষিদের উৎপাদিত কারিপাতা, ঢেঁড়স, ন্যাশপাতি এবং করলা দুবাইতে পাঠানো হয়েছে। এর আগে ২০২১ সালের মে মাসে উত্তরাখণ্ড থেকে সংগ্রহ করা বাজরা ডেনমার্কে পাঠানো হয়েছিল। কৃষি ও প্রক্রিয়াজাত খাদ্য রফতানি উন্নয়ন সংস্থা, অ্যাপেডা ও উত্তরাখণ্ডের কৃষি উৎপাদন বিপণন পর্ষদ (ইউকেএপিএমবি) এই রফতানির ব্যবস্থা করেছে। উত্তরাখণ্ড সরকার জৈব পদ্ধতিতে চাষ করার জন্য গুরুত্ব আরোপ করেছে। এ বিষয়ে কয়েক হাজার চাষিকে জৈব শংসাপত্র দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, ২০২০-২১ অর্থবছরে ভারত থেকে ১১ হাজার ৩১৯ কোটি টাকার ফল এবং সবজি রফতানি করা হয়েছে, যা ২০১৯-২০ অর্থবছরের চেয়ে ৯ শতাংশ বেশি। অ্যাপেডা রফতানির ক্ষেত্রে দক্ষতা গড়ে তোলার পাশাপাশি বিপণন এবং উৎকৃষ্ট প্যাকেজিং-এর ওপর গুরুত্ব আরোপ করেছে।

অগস্ট -২১, ২৭-১২ জৈব চাষ, ব্যবসা

Comments

Popular posts from this blog

লিঙ্গসাম্যের দিকে এগোচ্ছে দেশ

পারম্পরিক জ্ঞানের তথ্যায়ন

দাঁতের ব্যথায় লবঙ্গ