গলছে হিমবাহ ভবিষ্যতও

২৫০টি গবেষণাপত্রের ওপর ভিত্তি করে তৈরি নিবন্ধে বলা হয়েছে
ক্রমশ গলে যাচ্ছে হিমালয়-কারাকোরামের হিমবাহ।


জলবায়ু পরিবর্তনের ফলে হিমালয় অঞ্চলের বরফ ও হিমবাহ দ্রুত গলে যাচ্ছে। এর ফলে হিমালয়- কারাকোরাম অঞ্চলের সিন্ধু, গঙ্গা ও ব্রহ্মপুত্রের মতো নদীর জলপ্রবাহে প্রভাব পড়বার সম্ভাবনা আছে। হিমালয়- কারাকোরাম অঞ্চলকে এশিয়ার জলস্তম্ভ বলা হয়। পৃথিবীর সবথেকে বেশি হিমবাহে আবৃত পার্বত্য অঞ্চল হল এই হিমালয়-কারাকোরাম অঞ্চল। এই অঞ্চলের যে সব নদীর উৎপত্তি তাদের জল সম্পদের ওপর ১০০ কোটির মতো মানুষ নির্ভরশীল। তাই এখানকার জলবায়ু পরিবর্তনের ফলে নদীগুলির জলপ্রবাহের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সায়েন্স জার্নালে প্রকাশিত হিমালয় কারাকোরাম অঞ্চলের হিমবাহ এবং জল অনুসন্ধান বিষয়ক একটি প্রবন্ধে বলা হয়েছে, ২০৫০ সাল পর্যন্ত এই এলাকায় নদীর জলস্তর বৃদ্ধি পাওয়া, হিমবাহ গলে যাওয়া এবং মরশুমি জলপ্রবাহ বৃদ্ধির ঘটনা ঘটবে। কিছু ব্যতিক্রম ছাড়া এই অঞ্চলের জলপ্রবাহের ক্ষেত্রে অনিশ্চয়তা দেখা দেবে।


ইন্দোর আইআইটি-র সহকারী অধ্যাপক ডঃ মহম্মদ ফারুখ আজম জলবায়ু পরিবর্তন, হিমবাহের সংকোচন এবং বৃষ্টিপাতের পরিমাণের পরিবর্তনের সঙ্গে কী যোগাযোগ রয়েছে সে সংক্রান্ত ২৫০টি গবেষণাপত্রের ওপর ভিত্তি করে নিবন্ধটি প্রকাশ করেছেন। এই নিবন্ধে বলা হয়েছে, হিমালয় কারাকোরাম অঞ্চলের নদীগুলির ক্ষেত্রে হিমবাহ এবং বরফ গলে যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এর ফলে গঙ্গা এবং ব্রহ্মপুত্রের থেকে সিন্ধু অববাহিকার জলপ্রবাহ বেশি প্রভাবিত হবে।

কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তর এই কাজে সাহায্য করেছে। সায়েন্স পত্রিকায় প্রকাশিত ওই নিবন্ধে সমস্যাগুলির সমাধানের জন্য দুটি পর্যায়ে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। প্রথম পর্বে নির্দিষ্ট কয়েকটি হিমবাহের ওপর সব আবহাওয়ায় নজরদারি চালাতে হবে। এর সাহায্যে হিমবাহের এলাকা এবং আয়তনের মধ্যে কি কি পরিবর্তন হচ্ছে, ভূগর্ভস্থ বরফ গলা এবং বরফ কীভাবে বাস্পায়িত হয়ে বেরিয়ে আসছে সে বিষয়ে ধারণা পাওয়া যাবে। এই পর্যবেক্ষণের ওপর ভিত্তি করে পরবর্তিতে হিমবাহগুলির ক্ষয় রুখতে হবে।

জুলাই-২১, ২৭-০৪ জলবায়ু বদল, হিমবাহ

Comments

Popular posts from this blog

লিঙ্গসাম্যের দিকে এগোচ্ছে দেশ

পারম্পরিক জ্ঞানের তথ্যায়ন

দাঁতের ব্যথায় লবঙ্গ