জল শোধনে দেশজ প্রযুক্তি

পুণের এনসিএল-এর তৈরি জল শোধন প্রযুক্তি


জল সম্পূর্ণরূপে জীবাণুমুক্ত করতে এবং তার স্বাস্থ্যগত সুবিধার বিভিন্ন দিক খুঁজে বের করতে, আধুনিক ও পারম্পরিক জ্ঞানের সংমিশ্রণে তৈরি স্বস্তিক’ নামের একটি মিশ্র প্রযুক্তি কাজে লাগানো হয়েছে।

জলের মধ্যে যে সব অণুজীব থাকে, তা দূর করা অত্যন্ত জরুরি। কারণ, জলে মিশে থাকা এই জীব জলবাহিত বিভিন্ন রোগের উৎস। সাধারণত ক্লোরিনেশনের মতো রাসায়নিক পদ্ধতির মাধ্যমে জলে থাকা ক্ষতিকারক অণুজীবগুলিকে বিনষ্ট করা হয়।

কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের সহায়তায়, পুণের এনসিএল-এর বিজ্ঞানী ডঃ ভি এম ভান্ডারির নেতৃত্বে একটি দল স্বস্তিক নামের প্রযুক্তিটি উদ্ভাবন করেছে। এই প্রযুক্তিটি ব্যাকটেরিয়া সহ জলে থাকা ক্ষতিকারক অন্য অণুজীবগুলিকে বিনষ্ট করে। 

জুলাই-২১, ২৭-০৫ জল, পরিস্রুতও জল

Comments

Popular posts from this blog

জন উদ্ভাবনের তথ্য

ডালে ডালে

ওজোন ছাতা রক্ষা