ঋণে উন্নয়ন!

ধুকতে থাকা এই অর্থনীতিতে কারা ঋণ নেবে এটাই দেখার


নাবার্ড (ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট) ২০২০-২১ অর্থ বছরে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকল্পে ৯১৬২ কোটি টাকা দিয়েছিল। এর মধ্যে পরিকাঠামো উন্নয়নের জন্য ১২৬৯.২৭ কোটি টাকা, কৃষি ও অনুসারী ক্ষেত্রে, এবং অতিক্ষুদ্র, ক্ষুদ্র এবং মাঝারি রাজ্য শিল্পে ৩৮৪২.৩২ কোটি টাকা দেওয়া হয়েছিল। কৃষিজাত পণ্য এবং গ্রামীণ হস্তশিল্পীদের উৎপাদিত সামগ্রী বাজারজাত করার জন্য ৩৭৫৭.৫ কোটি টাকা ঋণের ব্যবস্থা করা হয়েছিল গ্রামীণ আর্থিক প্রতিষ্ঠানগুলির মাধ্যমে।

আর কেন্দ্রীয় সরকারের হিসেবে এই অর্থাৎ ২০২১-২২ অর্থবর্ষে ২.২১ লক্ষ কোটি টাকার ঋণের ব্যবস্থা করা হয়েছে। সরকার নিজেই বলছে, করোনাকালে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রামীণ অর্থনীতি। ধুকতে থাকা এই অর্থনীতিতে কারা ঋণ নেবে এটাই এখন দেখার বিষয়। 

জুলাই-২১, ২৭-০৬ ঋণ, চাষ

Comments

Popular posts from this blog

রক্তচাপ কমায় টম্যাটো

সার থেকে ক্যান্সার

আচ্ছে দিন