পাচার রুখতে নতুন আইন
আইন করতে সরকার কি আদৌ আন্তরিক
কোনো রকম প্রচার ছাড়াই কেন্দ্রীয় নারী ও শিশুবিকাশ মন্ত্রক মানব পাচার (প্রতিরোধ, দেখাশোনা ও পুনর্বাসন) বিলের ২০২১ এর খসড়ার জন্য মন্তব্য আর প্রস্তাব আহ্বান করেছিল জুলাই মাসের ৪ তারিখ। এই মন্তব্য এবং প্রস্তাব জমা দেওয়ার শেষ দিন ছিল ১৪ জুলাই। অর্থাৎ মাত্র ১১ দিন। মানব পাচার, বিশেষত নারী ও শিশু পাচার প্রতিহত করা, কেউ পাচারের শিকার হলে তার দেখাশোনা, পুনর্বাসনের ব্যবস্থা করা এই বিলের মূল উদ্দেশ্য। এছাড়াও ক্ষতিগ্রস্ত মানুষদের মানবাধিকার রক্ষা, তাদের জন্য আইনি ব্যবস্থা, অর্থনৈতিক সহায়তা ও সমাজে সম্মান বজায় রাখা নিশ্চিত করার পাশাপাশি পাচারকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দিকটিও এই বিলে রয়েছে।
আমরা জানি, করোনাকালে শুধু পেটের ভাত জোগাতে মানব পাচার বহুগুণ বেড়েছে। অথচ এত গুরুত্বপূর্ণ একটি আইন তৈরির আগে সরকারের আরো অনেক বেশি প্রচার, বিভিন্ন পেশার মানুষজনকে যুক্ত করা আর তাদের মতামতকে প্রাধান্য দিয়ে বিলের চুড়ান্ত খসড়াটি অনুমোদনের দরকার ছিল। কিন্তু অযথা তাড়াহুড়োতে আইনটির উদেশ্যই না ব্যাহত হয়ে যায়।
জুলাই-২১, ২৭-০১ শিশু মহিলা, পাচার
Comments
Post a Comment