পরিহাস পাতাল


হালে খবরে দেখা গেছে, হাসপাতালে রোগীদের জন্য বরাদ্দ খাবার স্বাস্থ্যকর্মীরা বিক্রি করে দিচ্ছে। এটা নতুন কথা নয়। বহুদিন ধরে এই অব্যবস্থা চলছে হাসপাতালগুলিতে। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, যদি দেশে দেশে সরকার রোগীদের উন্নত খাদ্যগ্রহণের দিকে মনোযোগী হয়,  তাহলে ২০২৫ সাল নাগাদ ৩৭ লাখ মানুষের জীবন রক্ষা সম্ভব হবে। পুষ্টিগত উন্নয়ন বিষয়ে তাদের প্রতিবেদন এসেনশিয়াল নিউট্রিশন অ্যাকশন্স: মেইনস্ট্রিমিং নিউট্রিশন থ্রুআউট দ্য লাইফ কোর্স –এ একথা বলা হয়েছে।

তারা আরো বলেছে, সবাইকে স্বাস্থ্যসেবার আওতায় নিয়ে আসতে অপরিহার্য  স্বাস্থ্যসেবা প্যাকেজে পুষ্টির বিষয়কে সবথেকে বেশি গুরুত্ব দিতে হবে। প্রতিবেদনে বিশ্বের বিভিন্ন অঞ্চলের সংস্কৃতি ও সামাজিক রীতিনীতিগুলি বিবেচনা করে, স্বাস্থ্য পরিষেবায় খাদ্য ও পুষ্টি নিয়ে নানা সুপারিশ করা হয়েছে। উদাহরণ হিসাবে বলা হয়েছে, ম্যালেরিয়াপ্রবণ অঞ্চলে কেবল লবণ খাওয়ার পরিমাণ দৈনিক পাঁচগ্রামের নীচে নামাতে পারলে ১৭ লাখ মৃত্যু ঠেকানো সম্ভব।
ডিসেম্বর – ১৯, ২৫-৫৬, স্বাস্থ্য

Comments

Popular posts from this blog

লিঙ্গসাম্যের দিকে এগোচ্ছে দেশ

পারম্পরিক জ্ঞানের তথ্যায়ন

দাঁতের ব্যথায় লবঙ্গ