মশান
বিশ্ব
স্বাস্থ্য সংস্থা বলছে, বিশ্বের অর্ধেক মানুষ মশাবাহিত রোগ ডেঙ্গুর ঝুঁকিতে রয়েছেন।
এই জন্য তারা পুরুষ মশার ওপর তেজষ্ক্রিয় বিকিরণ ব্যবহার করে তার প্রজননক্ষমতা ধ্বংস
করার জন্য গবেষণাগারে পরীক্ষা চালিয়েছে। এখন মাঠ পর্যায়ে এই পরীক্ষা চালানো হবে, যাতে
ডেঙ্গুসহ মশাবাহিত রোগ নিয়ন্ত্রণও সম্ভব হবে। দ্য স্টেরাইল ইনসেক্ট টেকনিক নামের এই
ব্যবস্থায় নির্ধারিত জায়গায় বিপুল সংখ্যায় প্রজনন-অক্ষম পুরুষ মশা লালন করা হবে এবং
পরে তা পরিবেশে নারী মশাদের মধ্যে ছেড়ে দেওয়া হবে। এর ফলে, নতুন মশার প্রজনন বন্ধ হবে
এবং তার বিস্তার রোধ করা সম্ভব হবে।
ডিসেম্বর
– ১৯, ২৫-৫৫, স্বাস্থ্য
Comments
Post a Comment