ক্রাইমেট
জলবায়ু বদল মোকাবিলায়
দেশগুলি এখনই ব্যবস্থা না নিলে গত শতকের ১৯৭০ থেকে ২০০৫ সাল, এই ৩৫ বছরে বন্যার
কারণে বিশ্বে যত মানুষ ঘরহারা হয়েছে, তা পাঁচগুণ বেড়ে যাবে। মাদ্রিদে আয়োজিত
জলবায়ু বিষয়ক এক আলোচনায় ইন্টারনাল ডিসপ্লেসমেন্ট মনিটরিং সেন্টার বা আইডিএমসির
পক্ষ থেকে একথা বলা হয়েছে। তাদের মতে, উষ্ণায়নের কারণে বৃষ্টিপাত বেড়ে যাওয়া এবং
দ্রুত বরফ গলতে থাকায় ঘন ঘন বড় বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে। তারা আরো বলেছে,
গত শতকে বন্যার কারণে বছরে ঘরহারা হয়েছে এক কোটি মানুষ। বন্যার কারণে ঘরহারা মানুষের সংখ্যা কমাতে তারা, নদী সংলগ্ন
বন্যাপ্রবণ এলাকায় বসতি তৈরি বন্ধ করতে এবং বন্যার ঝুঁকিতে থাকা মানুষজনকে দ্রুত
সরিয়ে নেওয়ার ব্যবস্থা মজবুত করতে সরকারগুলিকে আরো বিনিয়োগ করার পরামর্শ দিয়েছে।
জানুয়ারি
-২০ ২৫-৬৮, খাদ্য, স্বাস্থ্য
Comments
Post a Comment