বদল রোখার বাগান
ঘরোয়া বাগানে ফলমূল এবং সবজি উৎপাদন
সবসময়েই পরিবেশ বান্ধব বলে মনে করা হয় তবে এই বাগান জলবায়ু বদলের সঙ্গে লড়াইয়েরও একটি
অস্ত্র হয়ে উঠতে পারে। ঠিক এই অভিজ্ঞতা হয়েছে বাংলাদেশের সিলেট ডিভিশনের একটি এলাকার
বাসিন্দাদের। ২০১৭ সালের এপ্রিলে আগাম অতিবৃষ্টির কারণে তাদের ক্ষেতের সব ধান নষ্ট
হয়ে যায়। সেসময় তারা নোবেল ফাউন্ডেশন নামে একটি সংস্থার সহায়তায় বাড়ির লাগোয়া উঁচু
জমিতে বাগান করে, পুষ্টিগুণ যুক্ত ফলমূল, সবজি চাষ শুরু করে।
এই বাগান নিয়ে এক সমীক্ষায় ২০০০ বাগানি জানিয়েছে, এর ফলে তাদের ধান
নষ্ট হয়ে যাওয়ার ক্ষতির পূরণ হচ্ছে না - কারণ ওটা হচ্ছে তাদের জীবিকার প্রধান ফসল।
কিন্তু এই বাগান তাদের খাদ্য, পুষ্টি এবং আয়ের দিকে কিছুটা সহায়তা করতে পারছে।
বাগানিদের বক্তব্য, জলবায়ু বদলের ফলে প্রধান ফসল ধানের প্রচুর ক্ষতি হয়, তখন
পরিবারগুলির খাদ্য, পুষ্টি এবং আয়ের অভাব দেখা দেয়। এতে সব থেকে বেশি প্রভাব পড়ে
মহিলা ও শিশুদের ওপর। কিন্তু ঘরের আশেপাশে বাগান করায় এই ক্ষতি তারা অনেকটাই কমাতে
পেরেছে। এই বাগানের সঙ্গে তারা বাড়তি আয় এবং সারের জন্য মুরগীও পালন করছে।
জানুয়ারি -২০ ২৫-৬২, কৃষি, জলবায়ু বদল
Comments
Post a Comment