মাছভাতের চাষ
আত্ মা প্রকল্পের অধীনে মালদা জেলায় ধানজমিতে মাছ চাষের যৌথ উদ্যোগ নিয়েছে রাজ্যের মাছ এবং চাষ দফতর। জৈব উপায়ে এই চাষ হবে। একাজে সরকারের লক্ষ্য, ছোট ও প্রান্তিক চাষির আয় বাড়ানো। এই দফতর দুটির আধিকারিকদের মতে, দিনকে দিন চাষের ব্যয়ের বহরে ছোট ও প্রান্তিক চাষিদের কোনো লাভ হয় না। তাই সরকার ঠিক করেছে, ধানজমিতে কই,
শিঙি, মাগুর, রুই, কাতলা ইত্যাদি মাছের পোনা ছাড়া হবে। জমিতে যে কীটপতঙ্গ এবং আগাছা হবে সেগুলি এই মাছ খেয়ে ফেলবে। এছাড়া জমির চারধারে খাল বা জমির পাশে পুকুর কাটা হচ্ছে। ধানজমির জল কমে গেলে এই মাছ খাল বা পুকুরে চলে আসবে। খাল ও পুকুরের জলে পরে সবজি চাষও করা যাবে। এই ভাবে চাষে বিঘা প্রতি ধানে ১৫ হাজার এবং মাছ থেকে ৫০ হাজার টাকা অব্দি আয় করা সম্ভব বলে সরকারে দাবি। এছাড়া প্রকৃতি-পরিবেশও সুস্থ থাকবে এই চাষে। প্রাথমিকভাবে
মালদা জেলায় এই কাজ শুরু হলেও, ধীরে ধীরে সব জেলায় এইভাবে চাষে উৎসাহ দেওয়া হবে, এমনই
বলছে দফতর দুটি। তবে এভাবে সমন্বিত চাষ নতুন কিছু নয়। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন ও তার লাগোয়া ব্লকে, পূর্ব মেদিনীপুরের ভগবানপুর, খেজুরি, কাঁথিসহ আরো কিছু এলাকায় সাফল্যের সঙ্গে সমন্বিত চাষ করছেন চাষিরা।
Comments
Post a Comment