বিকল্পহীন পারিবারিক চাষ

ক্ষুধা ও অপুষ্টি দূর করে সুস্থায়ী উন্নয়নে চালকের ভূমিকা নিতে পারে পারিবারিক খামার। ফুড অ্যান্ড অ্যাগ্রিকালচারাল অর্গানাইজেশন- এফএও এবং ইন্টারন্যাশনাল ফান্ড ফর অ্যাগ্রিকালচারাল ডেভলেপমেন্ট- আইএফএডি নামের সংস্থা দুটি  পারিবারিক কৃষি খামারের প্রশংসা করে বলেছে, বিশ্বের কৃষিতে পারিবারিক কৃষির অংশ হচ্ছে প্রায় ৯০ শতাংশ। সংস্থা দুটির মতে, এই চাষিরা খাদ্যের সিংহভাগ উৎপাদন করলেও, উন্নয়নশীল দেশগুলিতে তারা দারিদ্রের শিকার পারিবারিক চাষিদের দারিদ্র কমাতে তাই সরকারগুলিকে সামাজিক সুরক্ষা, প্রশিক্ষণ এবং আয় বাড়ানোর বিভিন্ন সুযোগ তৈরি করা প্রয়োজন। এই সংস্থা দুটি পারিবারিক কৃষিকাজে সহায়তা বৃদ্ধির কথাও ঘোষণা করেছে।

জুন ১৯২৪৯৯,  কৃষি, পরিবেশ 

Comments

Popular posts from this blog

লিঙ্গসাম্যের দিকে এগোচ্ছে দেশ

পারম্পরিক জ্ঞানের তথ্যায়ন

দাঁতের ব্যথায় লবঙ্গ