প্লাখি
সারা পৃথিবীতে বছরে ৩০০
মিলিয়ন টনের বেশি প্লাস্টিক সামগ্রী মানুষের দৈনন্দিন কাজে ব্যবহৃত হয়। একটি
সমীক্ষায় দেখা গেছে, প্রতি বছর আট মিলিয়ন (৮০ লাখ)
টন প্লাস্টিক বর্জ্য নদীনালা হয়ে সমুদ্রে পড়ে। এইসব প্লাস্টিক
সমুদ্র সৈকতে আসা পাখির খাদ্য গ্রহণের সময় খাদ্যনালীতে চলে যায় ও তারা অকালে মারা
যায়। এভাবে চলতে থাকলে আগামী ২০৫০ সালে ৯৯ শতাংশ পাখির পেটে প্লাস্টিক পাওয়া যাবে
বলে এক গবেষণায় এমনই আশঙ্কা প্রকাশ করা হয়েছে। গ্রিনওয়্যার সূত্রে এখবর জানা গেছে।
জুন ১৯২৪১০৫, পরিবেশ
জুন ১৯২৪১০৫, পরিবেশ
Comments
Post a Comment