দ্রুত হারাচ্ছে উদ্ভিদ
বিলুপ্ত প্রজাতির কথা এলে বেশিরভাগ
ক্ষেত্রে প্রাণীদের কথা ওঠে। কিন্তু রয়্যাল বোটানিক গার্ডেন এবং স্টকহোম বিশ্ববিদ্যালয়ের
একদল গবেষক জানিয়েছেন,
গত ২৫০ বছরে ৫৭১টি উদ্ভিদ প্রজাতি বিলুপ্ত হয়েছে। এই সময়ে পাখি,
স্তন্যপায়ী আর উভচর মিলে বিলুপ্তির সংখ্যা ২১৭ প্রজাতি। উপকূল এবং
দ্বীপাঞ্চলেই উদ্ভিদ লুপ্ত হওয়ার ঘটনা সবচেয়ে বেশি বলে জানানো হয়েছে তাঁদের প্রতিবেদনে। তবে আশার বাণীও শুনিয়েছেন বিজ্ঞানীরা। তাঁরা বলেছেন, চিলিয়ন ক্রোকাসের
মতো কিছু বিলুপ্ত উদ্ভিদ আবারও দেখা গেছে। পৃথিবীর সমস্ত প্রাণীই অক্সিজেন ও
খাবারের জন্য উদ্ভিদের ওপর নির্ভরশীল। তাই উদ্ভিদের বিলুপ্তিতে তার ওপর নির্ভরশীল
প্রাণীও বিলুপ্ত হয়ে যেতে পারে বলে তাঁরা জানিয়েছেন। তাঁদের বক্তব্য, এই বিলুপ্তি
ঠেকাতে বিশ্বজুড়ে সব গাছের রেকর্ড রাখা, গাছের প্রজাতি
সংরক্ষণ, আরো গবেষণা এবং শিশুদের গাছ চিনতে শেখানোর পরামর্শ
দেওয়া দরকার। আর্থ ফার্স্ট পত্রিকা সূত্রে এখবর জানা গেছে।
জুন ১৯২৪১০৪, জীব বৈচিত্র্য, পরিবেশ
জুন ১৯২৪১০৪, জীব বৈচিত্র্য, পরিবেশ
Comments
Post a Comment