জৈব মোড়ক


থাইল্যান্ডের ছিয়াংমাই শহরের একটি সুপারমার্কেটে প্লাস্টিকের পরিবর্তে কলাপাতায় মুড়ে বিক্রি করা সামগ্রী দেওয়া হচ্ছে। এখন সেখানে শশা, লংকা, মটরশুঁটি, বেগুনসহ অন্যান্য সবজি মুড়তে কলার পাতা ব্যবহার করা হচ্ছে। আর এই মোড়কেই  বারকোডের স্টিকার লাগানো হচ্ছে। সেখানে লেখাও থাকছে, কলাপাতা এবং পণ্য কীটনাশকমুক্ত। অনেক মুদিখানাতেও প্লাস্টিকের পরিবর্তে কলাপাতার ব্যবহার জনপ্রিয় হচ্ছে। আর এসব করা হচ্ছে প্লাস্টিকের ব্যবহার কমানোর জন্য। এক হিসেবে বলা হয়েছে, ২০১৬ সালে পৃথিবীতে ৩৫০ লক্ষ মেট্রিক টনের বেশি প্লাস্টিক উৎপাদিত হয়েছেবর্তমানে সারা পৃথিবীতে যত প্লাস্টিক উৎপাদিত হয় তার অর্ধেকই একবার ব্যবহারের জন্য যেমন, মোড়কের প্লাস্টিক, প্লাস্টিকের বোতল এবং স্ট্র ইত্যাদি আমাদের দেশেও এক সময় পরিবেশ-বান্ধব মোড়ক ব্যবহার হত যা ক্রমশ সরিয়ে দিয়েছে প্লাস্টিক। কনজিউমার পত্রিকায় এখবর বেরিয়েছে।

জুন ১৯২৪১০৩,  কৃষি, পরিবেশ

Comments

Popular posts from this blog

লিঙ্গসাম্যের দিকে এগোচ্ছে দেশ

পারম্পরিক জ্ঞানের তথ্যায়ন

দাঁতের ব্যথায় লবঙ্গ