নির্জলা ভারত


নীতি আয়োগের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী ২০২০ সালের মধ্যে দিল্লি, বেঙ্গালুরু, চেন্নাই, হায়দরাবাদ-সহ ২১টি রাজ্যের প্রায় ১০ কোটি মানুষ পানীয় জলের অভাবের শিকার হবেন। ২০৩০ সালের মধ্যে পানীয় জল পাবে না দেশের  ৪০ শতাংশ মানুষ। এখনই সারা দেশে দেখা দিতে শুরু করেছে জলের ভয়াবহ আকাল।  ভারতের ইতিহাসে এত বড় পানীয় জলের সংকট আগে কখনও দেখা দেয়নি।
প্রতি বছর ভারতে প্রায় দুই লাখ মানুষ মারা যায় পানীয় জলের অভাবে বা দূষিত পানীয় জল খেয়ে। ২০৫০-এর পর থেকে অবস্থা আরো ভয়াবহ হবে। কারণ, জলের চাহিদাও তখন অনেকটাই বেড়ে যাবেগত মে মাসে সেন্ট্রাল ওয়াটার কমিশন খরা নিয়ে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ছ-টি রাজ্যে বাঁধের জল সংকটজনক অবস্থার রয়েছে।  ১০ বছরের গড়ের ২০ শতাংশ নিচে জলের তল নেমে গেলে, তাকে সংকটজনক অবস্থা ধরা হয়। এক্ষেত্রে তামিলনাড়ু, মহারাষ্ট্র, গুজরাট, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানার বাঁধগুলির অবস্থা সবথেকে খারাপ।

জুন ১৯২৪৯৮,  জল, পরিবেশ

Comments

Popular posts from this blog

লিঙ্গসাম্যের দিকে এগোচ্ছে দেশ

পারম্পরিক জ্ঞানের তথ্যায়ন

দাঁতের ব্যথায় লবঙ্গ