নির্জলা ভারত

প্রতি বছর ভারতে প্রায় দুই
লাখ মানুষ মারা যায় পানীয় জলের অভাবে বা দূষিত পানীয় জল খেয়ে। ২০৫০-এর পর
থেকে অবস্থা আরো ভয়াবহ হবে। কারণ, জলের চাহিদাও তখন অনেকটাই বেড়ে যাবে। গত
মে মাসে সেন্ট্রাল ওয়াটার কমিশন খরা নিয়ে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ছ-টি রাজ্যে বাঁধের জল
সংকটজনক অবস্থার রয়েছে। ১০ বছরের গড়ের ২০ শতাংশ নিচে জলের তল নেমে গেলে, তাকে সংকটজনক অবস্থা ধরা হয়। এক্ষেত্রে তামিলনাড়ু, মহারাষ্ট্র,
গুজরাট, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ
ও তেলেঙ্গানার বাঁধগুলির অবস্থা সবথেকে খারাপ।
জুন ১৯২৪৯৮, জল, পরিবেশ
জুন ১৯২৪৯৮, জল, পরিবেশ
Comments
Post a Comment