জিন বেগুনের অবৈধ চাষ

অবৈধভাবে হরিয়ানার ফতেহাবাদ জেলায় জিন পরিবর্তিত বা জেনেটিক্যালি মডিফায়েড বেগুন বা বিটি বেগুনের চাষ হচ্ছে। সরকারি পরীক্ষায় বিটি বেগুন চাষের কথা প্রমাণিত হয়েছে। ন্যাশনাল ব্যুরো অফ প্লান্ট জেনেটিক রিসোর্সেস-এর গবেষণাগার এই রিপোর্টটি তৈরি করেছে। ভারতে শুধু বিটি তুলোর চাষ করার অনুমতি রয়েছে। সরকার বলছে, প্রায় অর্ধেক একর জায়গা জুড়ে চাষ হওয়া এই বেগুন গাছগুলি তুলে ফেলা হবে। সরকারি আধিকারিকেরা এই বীজ ও চারার উৎস বিষয়ে চাষিদের জিজ্ঞাসাবাদ করছে। তাদের সন্দেহ এই বীজ বা চারাগুলি সম্ভবত বাংলাদেশ থেকে চোরাপথে ভারতে ঢুকেছে। কারণ এদেশে বিটি বেগুনের চাষ নিষিদ্ধ

পরিবেশবিদেরা বলছে, এটা জিন ফসলের বীজ উৎপাদনকারী কোম্পানিগুলির চক্রান্ত তাদের মতে, চোরা পথে আসা বিটি বেগুন চাষে চাষি একবার আসক্ত হয়ে পড়লে, তারা আবার এই বীজ চাইবে ফলে কোম্পানিগুলির সুবিধা হবে কারণ তখন চাষি এবং কোম্পানিগুলির চাপে সরকার বিটি বেগুন সহ আরো অন্যান্য জিন পরিবর্তিত খাদ্য ফসল চাষের অনুমতি দিতে বাধ্য হবে। জিন পরিবর্তিত ফসলের নানারকম ক্ষতিকারক প্রভাব রয়েছে এই ফসলের চাষে উৎপাদিত খাদ্য সামগ্রী মানুষ, পশুপাখি, গাছগাছালি এবং সর্বোপরি বাস্তুতন্ত্রের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে। 

মে ১৯২৪৮৭, কৃষি, জিন ফসল

Comments

Popular posts from this blog

লিঙ্গসাম্যের দিকে এগোচ্ছে দেশ

পারম্পরিক জ্ঞানের তথ্যায়ন

দাঁতের ব্যথায় লবঙ্গ