শ্রমের মূল্য
মে দিন। আন্তর্জাতিক শ্রমিক দিবস। সর্বাধিক ৮ ঘন্টা
কাজের দাবি আদায়ের দিন। পেরিয়ে গেল এরকমই আরো একটি দিন। কিন্তু শ্রমিকদের হাল কেমন, আসুন
দেখে নেওয়া যাক। আর্ন্তজাতিক শ্রম সংস্থা বা আইএলও-এর সাম্প্রতিক রিপোর্ট বলছে, চাপ,
বেশিক্ষণ কাজ এবং রোগের কারণে প্রতি বছর ২৮ লাখ শ্রমিকের মৃত্যু ঘটছে। ১৮ এপ্রিল প্রকাশিত
আইএলও-এর এই সমীক্ষায় বলা হয়েছে, প্রতি বছর আরো প্রায় ৩৭ কোটি ৪০ লাখ শ্রমিক কাজ করতে
গিয়ে আহত অথবা যে কাজ করে তার প্রভাবে অসুস্থ হয়। রিপোর্টে বলা হয়েছে, বিশ্বে ৩৬ শতাংশেরও
বেশি শ্রমিক অতিরিক্ত সময় কাজ করছে। অর্থাৎ সপ্তাহে ৪৮ ঘন্টারও বেশি সময় কাজ করছে তারা।
এখানে উল্লেখ করা হয়েছে, চলতি এবং নতুন করে চিহ্নিত পেশাগত ঝুঁকি পুরুষদের চেয়ে নারীদেরই
বেশি ক্ষতি করছে। শ্রমিকদের পেশাগত ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে অতিরিক্ত সময় কাজ, জনসংখ্যা
বৃদ্ধি, এবং জলবায়ু পরিবর্তনের মত বিষয়গুলি। এসব কারণে প্রায় ৪ শতাংশ ক্ষতি হচ্ছে বিশ্বের
অর্থনীতির। রাষ্ট্রসঙ্ঘ সূত্রে এখবর জানা গেছে।
মে ১৯২৪৯২, শ্রমিক
Comments
Post a Comment