বাড়ছে প্রাকৃতিক চাষ
কৃষি মন্ত্রক জানিয়েছে আটটি রাজ্যে ৪.০৯ লক্ষ হেক্টর জমি প্রাকৃতিক চাষের আওতায় এসেছে
এই রাজ্যগুলির মধ্যে অন্ধ্রপ্রদেশে প্রায় ১ লক্ষ হেক্টর জমি প্রাকৃতিক চাষের আওতায় আনা হয়েছে। এছাড়াও, মধ্যপ্রদেশে ৯৯ হাজার, ছত্তিসগড়ে ৮৫ হাজার, কেরালায় ৮৪ হাজার, ওডিশায় ২৪ হাজার, হিমাচলে ১২ হাজার, ঝাড়খণ্ডে ৩ হাজার ৪০০ এবং তামিলনাড়ুতে ২ হাজার হেক্টর জমিতে প্রাকৃতিক উপায়ে চাষ হচ্ছে।
রাসায়নিক মুক্ত এই প্রাকৃতিক চাষ হচ্ছে স্থানীয় সম্পদ ব্যবহার করে এবং কৃষি ও পশুপালনের সমন্বয়ে। এই চাষ হচ্ছে ফসলের অবশিষ্টাংশ, গবাদি পশুর মল ও মূত্র এবং বিভিন্ন প্রযুক্তি যেমন জমি ঢেকে রাখা ইত্যাদি পদ্ধতি ব্যবহার করে।
অগস্ট - ২৩, ২৯-১০, কৃষি, জৈব চাষ
Comments
Post a Comment