বাড়ছে প্রাকৃতিক চাষ

 কৃষি মন্ত্রক জানিয়েছে আটটি রাজ্যে ৪.০৯ লক্ষ হেক্টর জমি প্রাকৃতিক চাষের আওতায় এসেছে


মোট আটটি রাজ্যে প্রায় ৪.০৯ লক্ষ হেক্টর জমি প্রাকৃতিক চাষের আওতায় এসেছে বলে কৃষি মন্ত্রক ৮ অগস্ট এক প্রশ্নের উত্তরে সংসদে লিখিতভাবে জানিয়েছে। এই আটটি রাজ্য হল, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, কেরালা, ওড়িশা, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড এবং তামিলনাড়ু। কেন্দ্র ২০১৯-২০ সাল থেকে পরম্পরাগত কৃষি বিকাশ যোজনার অধীনে ভারতীয় প্রাকৃতিক কৃষি পদ্ধতি নামে একটি উপ-যোজনার মাধ্যমে প্রাকৃতিক চাষের প্রচার করছে।

এই রাজ্যগুলির মধ্যে অন্ধ্রপ্রদেশে প্রায় ১ লক্ষ হেক্টর জমি প্রাকৃতিক চাষের আওতায় আনা হয়েছে। এছাড়াও, মধ্যপ্রদেশে ৯৯ হাজার, ছত্তিসগড়ে ৮৫ হাজার, কেরালায় ৮৪ হাজার, ওডিশায় ২৪ হাজার, হিমাচলে ১২ হাজার, ঝাড়খণ্ডে ৩ হাজার ৪০০ এবং তামিলনাড়ুতে ২ হাজার হেক্টর জমিতে প্রাকৃতিক উপায়ে চাষ হচ্ছে।

রাসায়নিক মুক্ত এই প্রাকৃতিক চাষ হচ্ছে স্থানীয় সম্পদ ব্যবহার করে এবং কৃষি ও পশুপালনের সমন্বয়ে। এই চাষ হচ্ছে ফসলের অবশিষ্টাংশ, গবাদি পশুর মল ও মূত্র এবং বিভিন্ন প্রযুক্তি যেমন জমি ঢেকে রাখা ইত্যাদি পদ্ধতি ব্যবহার করে।

অগস্ট - ২৩, ২৯-১০, কৃষি, জৈব চাষ

Comments

Popular posts from this blog

রক্তচাপ কমায় টম্যাটো

সার থেকে ক্যান্সার

আচ্ছে দিন