বিপর্যয় বাড়ছেই

২০২৩ সালের প্রথম চার মাস বা ১২০ দিনে ৮৪ বার আবহাওয়ার চরম অবস্থায় পৌঁছেছিল


২০২৩ সালের প্রথম চার মাস বা ১২০ দিনে ৮৪ বার আবহাওয়ার চরম অবস্থায় পৌঁছেছিল। এরকম অবস্থা হয়েছিল ৩৩টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে। এর মধ্যে শিলা বৃষ্টি হয়েছিল ৫৮ দিন। অন্যদিকে ২০২২-এর প্রথম ১২০ দিনে ৮৯ বার আবহাওয়ার চরম অবস্থায় পৌঁছে ছিল ২৭টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে। এবছর শিলা বৃষ্টি ছাড়াও বজ্রপাতের ঘটনা ঘটেছিল।

২০২৩ সালের জানুয়ারি থেকে এপ্রিল মাসের মধ্যে, চরম আবহাওয়ার ঘটনায় ২৩৩ জন মানুষ মারা গেছে। এই পরিসংখ্যান গত বছরের মৃত্যুর ঘটনার ১৭০ শতাংশ বেশি। এছাড়া এই চরম আবহাওয়ার কারণে ২০২৩-এর চার মাসে ০.৯৫ মিলিয়ন হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছিল। এটি ২০২২ সালে ক্ষতিগ্রস্ত জমির অন্তত ৩১ গুণ বেশি।

জুন - ২৩, ২৮-৭৬, পরিবেশ, বিপর্যয়

Comments

Popular posts from this blog

লিঙ্গসাম্যের দিকে এগোচ্ছে দেশ

পারম্পরিক জ্ঞানের তথ্যায়ন

দাঁতের ব্যথায় লবঙ্গ