পরিবেশেরমুখী জীবনশৈলীর অ্যাপ
জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় যুবশক্তিকে সামিল করতে ‘মেরি লাইফ’ নামে একটি অ্যাপটি চালু করেছে সরকার
এই উপলক্ষে শ্রী যাদব তাঁর বক্তব্যে জানিয়েছেন, পরিবেশ সুরক্ষার কাজে দেশের নাগরিক, বিশেষ করে তরুণ ও যুবকদের অন্তর্নিহিত শক্তিকে তুলে ধরবে এই বিশেষ অ্যাপটি। এর মাধ্যমে প্রাত্যহিক জীবনের অতি সহজ ও সরল কয়েকটি অভ্যাস কীভাবে পরিবেশকে সুরক্ষিত রাখতে সাহায্য করে, তা সহজেই অনুভব ও উপলব্ধি করা যাবে।
প্রসঙ্গত উল্লেখ্য, ‘লাইফ’ অর্থাৎ পরিবেশমুখী জীবনশৈলী কর্মসূচিটির সূচনা করেন প্রধানমন্ত্রী ২০২২ সালের ২০ অক্টোবর গুজরাটের কেভাড়িয়ায়। প্রাত্যহিক জীবনের কয়েকটি সহজ ও সরল অভ্যাস পরিবেশ সুরক্ষার কাজে কতটা কার্যকর হতে পারে, তা তুলে ধরার জন্যই এই কর্মসূচিটি চালু হয়। কর্মসূচিটির মাধ্যমে পরিচ্ছন্নতা অভিযান, বাই সাইকেল র্যালি, বৃক্ষ রোপণ অভিযান, লাইফ ম্যারাথন, বর্জ্য প্লাস্টিক সংগ্রহ অভিযান, বর্জ্যকে সারে রূপান্তর এবং পরিবেশ সুরক্ষা সংক্রান্ত সংকল্প গ্রহণের মাধ্যমে পরিবেশ সুরক্ষার বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। ফলে, এ সম্পর্কে সচেতনতারও প্রসার ঘটছে উল্লেখযোগ্যভাবে।
জুন - ২৩, ২৮-৭১, পরিবেশ, যুব
Comments
Post a Comment