কড়া প্লাস্টিক

প্লাস্টিক ব্যবহারে বিধি-নিষেধ জারি কেন্দ্রের


একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের কারণে যে দূষণ সৃষ্টি হচ্ছে তা আমাদের এক কঠিন পরিবেশ সমস্যার মুখোমুখি দাঁড় করিয়েছে। ২০১৯ সালে রাষ্ট্রসংঘের পরিবেশ সংক্রান্ত চতুর্থ সভায় ভারত একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পণ্যের দূষণ মোকাবিলায় একটি প্রস্তাব পেশ করে । বিশ্বব্যাপী এর গুরুত্বের কথা উপলব্ধি করে সভায় স্থির করা হয়, ২০২২ সালের পয়লা জুলাই থেকে পলিস্টাইরিনসহ একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের উৎপাদন, আমদানি, মজুত, বিতরণ, বিক্রি এবং ব্যবহার নিষিদ্ধ করা হবে ।

হাল্কা প্লাস্টিকের ব্যাগের কারণে যে আবর্জনা সৃষ্টি হয় তা বন্ধ করতে চলতি বছরের ৩০ সেপ্টেম্বর থেকে এই ব্যাগের ঘনত্ব ৫০ মাইক্রন থেকে বাড়িয়ে ৭৫ মাইক্রন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর ২০২২ সালের ৩১ ডিসেম্বর থেকে তা ১০০ মাইক্রন করা হবে বলে ঠিক করা হয়েছে । এতে এই ব্যাগ ফের ব্যবহার করা যাবে। সরকার প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা সংশোধনী বিধি ২০২১-এর মাধ্যমে প্লাস্টিক উৎপাদক, আমদানিকারীদের এই ধরণের প্লাস্টিক উৎপাদন এবং আমদানি বন্ধ করতে নির্দেশ দিয়েছে। এছাড়া স্বচ্ছ ভারত মিশনের আওতায় রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বর্জ্য ব্যবস্থাপনা পরিকাঠামোকে শক্তিশালী করা হচ্ছে। পাশাপাশি কেন্দ্র ও রাজ্য সরকার তাদের সব দফতরকে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা বিধি ২০২১ রূপায়নের জন্য কর্মপরিকল্পনা গ্রহণ ও তা নির্দিষ্ট সময়সীমার মধ্যে বাস্তবায়নের জন্য অনুরোধ করা হয়েছে । এই প্লাস্টিক ব্যবহার না করার বিষয়ে জনসচেতনতা গড়ে তুলতে প্রচারাভিযান চালানো হচ্ছে । এই সমস্যার বিকল্প উদ্ভাবনের জন্য ‘ইন্ডিয়া প্লাস্টিক চ্যালেঞ্জ – হ্যাকাথন ২০২১-এর আয়োজন করা হয়েছে । 

সেপ্টেম্বর -২১, ২৭- ২২ পরিবেশ, সংরক্ষণ, প্লাস্টিক

Comments

Popular posts from this blog

রক্তচাপ কমায় টম্যাটো

সার থেকে ক্যান্সার

আচ্ছে দিন