বিপর্যয় রুখতে ভারত বাংলা চুক্তি
চুক্তিপত্র অনুযায়ী, ভারত ও বাংলাদেশ বিপর্যয় ব্যবস্থাপনা ও মোকাবিলায় প্রস্তুতি,
দক্ষতা বৃদ্ধি সহ বিভিন্ন বিষয়ে পারস্পরিক তথ্য আদান-প্রদান করবে।
ভারতের জাতীয় বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ) এবং বাংলাদেশের বিপর্যয় ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রকের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তিপত্র অনুযায়ী, ভারত ও বাংলাদেশ বিপর্যয় ব্যবস্থাপনা ও মোকাবিলায় প্রস্তুতি, দক্ষতা বৃদ্ধি সহ বিভিন্ন বিষয়ে পারস্পরিক তথ্য আদান-প্রদান করবে। এর ফলে, উভয় দেশই উপকৃত হবে। সমঝোতাপত্রের উল্লেখযোগ্য দিক হল -
১) কোনো দেশে প্রাকৃতিক বা মনুষ্যসৃষ্ট বড় বিপর্যয় ঘটলে ত্রাণ ও পুনর্গঠনের কাজে অন্য দেশ সহায়তা করবে।
২) এ সংক্রান্ত প্রাসঙ্গিক এবং বৈজ্ঞানিক তথ্য দুটি দেশ বিনিময় করবে। এতে বিপর্যয়ের সময় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং দক্ষতা বৃদ্ধির ফলে পরিস্থিতির মোকাবিলা করতে সুবিধা হবে।
৩) উন্নত তথ্য প্রযুক্তি ব্যবস্থাপনা, দ্রুত সতর্কবার্তা প্রেরণ, দিক-নির্দেশ ব্যবস্থাপনা, বিপর্যয় প্রতিরোধে প্রয়োজনীয় প্রস্তুতি সহ দুটি দেশ তথ্য আদান-প্রদান করবে।
৪) বিপর্যয় ব্যবস্থাপনা প্রতিরোধে আধিকারিকদের প্রশিক্ষণ দেওয়া হবে।
৫) দুটি দেশ যৌথভাবে বিপর্যয় প্রতিরোধে প্রয়োজনীয় প্রস্তুতি খতিয়ে দেখতে মহড়া চালাবে।
৬) বিপর্যয় ব্যবস্থাপনা প্রতিরোধে বিভিন্ন প্রযুক্তি ও যন্ত্রপাতির ব্যবহারের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হবে।
৭) বিপর্যয় ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন প্রকাশনা, পাঠ্য পুস্তক ও তথ্য বিনিময় করা হবে। এছাড়াও, প্রয়োজনীয় গবেষণামূলক বিভিন্ন উদ্যোগ নেওয়া যেতে পারে।
উল্লেখ্য, বাংলাদেশের সুন্দরবন অঞ্চল রামপালে ভারতের সহায়তায় যে বিদ্যুৎ কেন্দ্র তৈরি হচ্ছে তা নিয়ে বাংলাদেশে যথেষ্ট অসন্তোষ রয়েছে। সেখানকার পরিবেশ নিয়ে কর্মরত মানুষজন মনে করছেন, এই বিদ্যুৎ কেন্দ্রের ফলে দুই দেশের সুন্দরবনের ক্ষতি হতে পারে। এর ফলে বড় বিপর্যয়ও হতে পারে। চুক্তিতে অবশ্য এই কেন্দ্র নিয়ে কোনো কথা নেই।
সেপ্টেম্বর -২১, ২৭-২১ পরিবেশ, বিপর্যয় মোকাবিলা
Comments
Post a Comment