উড়াইয়া দেখো তাই

জঞ্জাল সমস্যা এখন মারাত্মক। বিশ্বে আশি শতাংশেরও বেশি জঞ্জাল হয় খোলা আকাশের নীচে নয় চুল্লিতে পোড়ানো হয় । আবার জমি, খাল, নদী এমনকি সমুদ্রেও জমা হয়। ইন্দোনেশিয়ায় প্রায় ৩২ লক্ষ টন জঞ্জাল ভারত মহাসাগরে ফেলা হয়। এই দেশটি ২০১৯ সালে প্লাস্টিক ব্যাগ নিষিদ্ধ করে। তবুও তার জঞ্জাল কমেনি। তবে ইদানীং বান্দুং শহরে ‘বাংক সাম্পা বেরসিনার' নামের প্রতিষ্ঠান এক রিসাইক্লিং ব্যাংক চালু করেছে৷ শহরের বিভিন্ন প্রান্তের জঞ্জাল সংগ্রহের ব্যবস্থা করেছে সংস্থাটি। নির্দিষ্ট সময়ে গাড়ি এসে জঞ্জাল মেপে নিয়ে সঙ্গে সঙ্গে রসিদ কেটে সেই জঞ্জাল মূল সংগ্রহের জায়গায় নিয়ে যায়। এই উদ্যোগ জঞ্জাল দূর করা ছাড়াও শহরের বাসিন্দাদের বাড়তি কিছু আয়ের সুযোগও করে দিয়েছে।
একশোরও বেশি ধরনের জঞ্জাল এভাবে সংগ্রহ করা হয়। বিভিন্ন কারখানায় এই জঞ্জাল ফের ব্যবহারের উপযোগী করার ব্যবস্থা করা হয়। এছাড়া প্লাস্টিক থেকে পলিয়েস্টার জাতীয় সামগ্রী তৈরি করে তা নতুন জিনিস তৈরিতে ব্যবহার করা হয়। এই সংস্থার সাফল্যে উৎসাহিত হয়ে ইন্দোনেশিয়ার বিভিন্ন শহরে বর্জ্যের ফের -ব্যবহারের উদ্যোগ শুরু হয়েছে। সরকারও একজে সাহায্য করছে। ডয়েচে ভেল-এর সূত্রে এখবর এল।
মার্চ - ২০ ২৫-৭৭, পরিবেশ, দূষণ, লাগসই প্রযুক্তি 

Comments

Popular posts from this blog

রক্তচাপ কমায় টম্যাটো

সার থেকে ক্যান্সার

আচ্ছে দিন