সবজি উৎপাদনে শীর্ষে বাংলা
কেন্দ্রীয় সরকারের ২০১৮-১৯ অর্থবর্ষের প্রতিবেদন অনুযায়ী সবজি উৎপাদনে গোটা দেশের মধ্যে শীর্ষস্থান অধিকার করেছে পশ্চিমবঙ্গ। প্রতিবেদন অনুযায়ী, ২০১৮-১৯ অর্থবর্ষে প্রায় ২ কোটি ৯৫ লক্ষ টন সবজি ফলন হয়েছে এ রাজ্যে, যা দেশের মোট আনাজ উৎপাদনের ১৫.৯ শতাংশ। উৎপাদনের নিরিখে এবারে দ্বিতীয় উত্তরপ্রদেশ। তাদের উৎপাদন ২ কোটি ৭৭ লক্ষ টন। শতাংশের হিসেবে ১৪.৯ শতাংশ। সবজি উৎপাদনে এর পরের রাজ্যগুলি হল মধ্যপ্রদেশ ৯.৬ শতাংশ, বিহার ৯ শতাংশ, এবং গুজরাট ৪.৮ শতাংশ। আগের অর্থবর্ষে উত্তরপ্রদেশ প্রথম এবং পশ্চিমবঙ্গ ছিল দ্বিতীয় স্থানে। সবজি উৎপাদনে এগিয়ে থাকা রাজ্য ২০১৮-২০১৯ রাজ্য এলাকা (হেক্টর) উৎপাদন (কোটি টন) উৎপাদনশীলতা টন/হেক্টর পশ্চিমবঙ্গ ১৪,৯০,৩৯০ ২.৯৫৫ ১৯.৮২ উত্তরপ্রদেশ ১২,৫৬,২৭০ ২.৭৭০ ২২.০৫ মধ্যপ্রদেশ ৮,৯৭,৯৯০ ১.৭৭৭ ১৯.৭৯ বিহার ৮,৭২,৫৫০ ১.৭০০ ১৯.১৪ গুজরাট ৬,২৬,২৬০ ১.২৫৫ ২০.০৪ ২০১৮-১৯ আর্থিক বছরের তৃতীয় অগ্রিম হিসেব অনুযায়ী ফেব্রুয়ারি - ২০ ২৫-৭২, কৃ