রাজ্যে ভূ-জল কমছে


 রাজ্যে ভূ-জল বা মাটির তলার জলের পরিমাণ বেশিরভাগ জেলায় কমছে। কেন্দ্রীয় ভূ-জল বোর্ডের এক সমীক্ষায় দেখা যাচ্ছে, পশ্চিম মেদিনীপুর জেলায় এই জলের তল গত ১০ বছরে ২০.১৯ মিটার কমেছে। বর্ধমানে কমেছে ১১.৪৮ মিটার, হুগলিতে ৯.২৫ মিটার, পূর্ব মেদিনীপুরে ১০.৭৫ মিটার আর হাওড়ায় ৯.৫৫ মিটার। ১০ বছরে মুর্শিদাবাদে কমেছে ৮.৫৩ মিটার, বীরভূমে ৭.২৭ মিটার, দক্ষিণ দিনাজপুরে ৪.২০ মিটার। জলপাইগুড়ি, কোচবিহার, মালদহ, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং উত্তর দিনাজপুরেও বিভিন্ন জায়গাতে ভূ-জলের তল নেমেছে। তবে জলতল কিছুটা বেড়েছে বাঁকুড়া, দার্জিলিং, নদিয়া এবং পুরুলিয়া জেলায়।
সামনেই বোরো মরশুম। এই সময়েই এলোপাতাড়ি যথেচ্ছ ভূ-জল তুলে চাষ করা হয় ঝোঁক এরাজ্যে রয়েছে। এই ঝোঁক ক্রমশ আমাদের বিপদের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে।   মাটির তলার জল তুলে চাষ কমাতে তাই সচেতনতা জরুরি।
ফেব্রুয়ারি - ২০ ২৫-৭১, কৃষি, সেচ   

Comments

Popular posts from this blog

রক্তচাপ কমায় টম্যাটো

সার থেকে ক্যান্সার

আচ্ছে দিন