নেটিজেনশিপ


আন্তর্জাতিক টেলিকম্যুনিকেশন ইউনিয়ন সম্প্রতি এক প্রতিবেদন প্রকাশ করে জানিয়েছে, বিশ্বের জনসংখ্যার অর্ধেক মানুষ ইন্টারনেট ব্যবহার করছেতবে এখনো, উন্নত দেশগুলিতেই অধিকাংশ ইন্টারনেট ব্যবহারকারী থাকেইদানিং উন্নয়নশীল দেশেও এর ব্যবহার ক্রমশ বাড়ছে। ২০০৫ সালে ৭.শতাংশ থেকে ২০১৮ সালে নেট ব্যবহারকারীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫.শতাংশে ভারতে এখন ৪৯ কোটি ৩০ লক্ষ লোক ইন্টারনেট ব্যবহার করে। এর মধ্যে গ্রামীণ ব্যবহারকারীর সংখ্যা ২৫ কোটি ১০ লক্ষএই সংখ্যা ২০১৯ সালের শেষে হবে ২৯ কোটিকিন্তু মানুষ এবং প্রকৃতির কল্যাণে ইন্টারনেট কতটা কাজে লাগছে তা এখন লাখ টাকার প্রশ্ন।

জুন ১৯২৪১০৮,  সমাজ পরিসর

Comments

Popular posts from this blog

রক্তচাপ কমায় টম্যাটো

সার থেকে ক্যান্সার

আচ্ছে দিন